সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উিইটকফের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার (১১ই এপ্রিল) সেন্ট পিটার্সবার্গের প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে পুতিনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমগুলোর খবর বৈঠক সাড়ে চার ঘণ্টা ধরে চলেছে। খবর তাসের।

বৈঠক শেষে ক্রেমলিন জানায়, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং ‘ইউক্রেন সংকট মীমাংসার বিভিন্ন দিক’ নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, তিনি এ আলোচনা থেকে ‘যুগান্তকারী’ কোনো কূটনৈতিক সিদ্ধান্ত আশা করছেন না। এটি ফেব্রুয়ারির পর পুতিনের সঙ্গে উইটকফের তৃতীয় বৈঠক। 

তবে সর্বশেষ বৈঠকের পর ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মহান নেতা’ এবং ‘খারাপ লোক নন’ বলে অভিহিত করেন। পুতিনের প্রতি আমেরিকার বিশেষ দূতের এ প্রশংসা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ক্রেমলিনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট গতকাল শুক্রবার (১১ই এপ্রিল) সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তি প্রতিষ্ঠা আলোচনার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সরাসরি মার্কিন যোগাযোগ সহজতর করার লক্ষ্য নিয়ে স্টিভ উইটকফ রাশিয়া সফর করেছেন।

আরএইচ/এইচ.এস

স্টিভ উইটকভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন