শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

অনলাইন বাজারে ইলিশ মাছ কিনবেন কোথা থেকে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইনভিত্তিক মাছবাজারগুলো মাছ সংগ্রহের ছবি ও ভিডিও পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই সরব। চলুন, তেমনই কিছু অনলাইন বাজারে ইলিশ মাছের খোঁজখবর করা যাক।

জেলেবাড়ি

ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই জেলেবাড়ি থেকে কিনতে পারবেন ইলিশ মাছ। ১২ ঘণ্টার মধ্যে পছন্দের মাছ পৌঁছে যাবে আপনার কাছে। এ জন্য একদিন আগে তাদের ফেসবুক পেজে অর্ডার করতে হবে। এ সময়ে ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম উঠছে ২ হাজার ৭৫০ থেকে ২ হাজার ৯০০ টাকা।

৪-৫টি মাছে ১ কেজি হয়, এমন আকারের ছোট ইলিশ মাছের কেজি ১ হাজার ৩৫০ টাকা। দূরত্ব অনুযায়ী ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ১০০ থেকে ২৫০ টাকা। ঢাকার বাইরে প্যাকেজিং, কুরিয়ারসহ ডেলিভারি চার্জ ৯৫০ টাকা। অনলাইনে ফরমাশ করলেই বাসায় পৌঁছে যাবে মাছ।

ফিশ ওয়ার্ল্ড

ক্যাশ অন ডেলিভারিতে ফিশ ওয়ার্ল্ড থেকেও পাবেন ইলিশ। ২৯শে জুলাই থেকে ইলিশ মাছের ফরমাশ নেওয়া শুরু করেছে তারা। এখানে ১ কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ পড়বে ৮০ টাকা। ঢাকার বাইরে পাঠানোর সুযোগ নেই।

তাজা ফিশ

তাজা ফিশ নামের ফেসবুক পেজে গিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ফরমাশ করতে পারবেন। আগের দিন রাতে ফরমাশ করলে পরদিন পৌঁছে যাবে মাছ। ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে ১ কেজির ইলিশ। ঢাকায় ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাচ্ছে মাছ। বাসায় মাছ হাতে পেয়ে যাচাই–বাছাই করে টাকা পরিশোধের সুযোগ আছে। ডেলিভারি চার্জ ২০০ টাকা।

নাহিদ’স ওয়ার্ল্ড

১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। মূলত ঘাটে মাছের দামের ওপর নির্ভর করে এই দাম ওঠানামা করে। ঢাকায় ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে পৌঁছে যাবে মাছ। যেখানে প্যাকেজিংসহ ডেলিভারি চার্জ পড়ছে ৩৫০ টাকা। কুরিয়ারযোগে ঢাকার বাইরেও পাঠানো হয়। প্যাকেজিং, কুরিয়ার চার্জসহ ডেলিভারির চার্জ ৭০০ টাকা।

ফিশ ভ্যালি

নিজেদের ফেসবুক পেজে ছবিসহ নদীর ঘাট থেকে তরতাজা ইলিশ সংগ্রহের ভিডিও তুলে ধরছে ফিশ ভ্যালি। এখানে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ পাবেন ১ হাজার ৬০০ টাকায়, প্রতি ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকা, ১ কেজির বেশি ওজনের ইলিশ পাবেন ২ হাজার ৫৫০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় । ঢাকার ভেতরে বিনা মূল্যে বাড়ি পৌঁছে দেওয়া হবে। ঢাকার বাইরে ২০০ টাকা প্যাকেজিং চার্জ যোগ হবে।

ঢাকাই ইলিশ বিডি

ঢাকাই ইলিশ বিডি থেকে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ইলিশ মাছ ও মাছের ডিম। ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম শুরু ১ হাজার ৭০০ টাকা থেকে। ১ কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬৫০ টাকা। সর্বোচ্চ ২ কেজি ওজনের ইলিশ মিলবে ৩ হাজার ৯০০ টাকার মধ্যে। আধা কেজি ডিমের দাম ১ হাজার ৭৫০ টাকা। ১ কেজি ইলিশের ডিম মিলবে ৪ হাজার ২০০ টাকায়। ডেলিভারি চার্জ লাগবে না। ঢাকার বাইরে পাঠানোর সুযোগ নেই।

মাছওয়ালা ভাই

চট্টগ্রাম থেকে পরিচালিত মাছওয়ালা ভাই পেজ থেকে নিতে পারেন সাগরের রুপালি ইলিশ। ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম ১ হাজার ৯০০ থেকে শুরু। দুটি মিলে ১ কেজি হয়, এমন ক্ষেত্রে দাম ১ হাজার ২৫০ টাকা কেজি। ৩-৪টি ইলিশ মিলে ১ কেজি হয়, এমন ক্ষেত্রে দাম ৯০০ টাকা কেজি। চট্টগ্রামের যেকোনো প্রান্তে ডেলিভারি চার্জ সর্বোচ্চ ২০০ টাকা। ঢাকা থেকে নিতে চাইলে প্যাকেজিংসহ চার্জ ৪৫০ টাকা। সে ক্ষেত্রে কমপক্ষে ৫ কেজি মাছ ফরমাশ করতে হবে।

জে.এস/

ইলিশ মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন