শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফিরে এসেছেন একাধিক নাশকতা মামলার আসামি ও সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। তাকে পুনরায় চেয়ারম্যান পদে বসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (১লা আগস্ট) দুপুরে সাধুরপাড়া দাসেরহাট বায়তুল আমান জামে মসজিদের সামনে ‘সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ই জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। 

পরে ২০২৩ সালের ২০শে জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন বাবু। চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি আদালত ছয় মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ফলে ওই রায় অনুযায়ী তিনি মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বাবুর বিরুদ্ধে একাধিক নাশকতা ও নারী নির্যাতনের মামলা রয়েছে। তাকে পুনরায় চেয়ারম্যান পদে দেখা এলাকার জন্য হুমকিস্বরূপ। তিনি আবার পরিষদে বসলে অন্যায়-অত্যাচার শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাকে আবার বরখাস্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুফতি সাইফুল ইসলাম জামালপুরী, ইউপির সাবেক সদস্য ফেরদৌস খান আজাদ, শাহ আলম মুল্লুক খান, আব্দুল করিমসহ বিক্ষুব্ধ এলাকাবাসী। উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জে.এস/

গোলাম রব্বানি নাদিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন