বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মরুর আকাশে দেখা মিললো শয়তান ধূমকেতুর!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মরুর আকাশে মাউন্ট এভারেস্টের সমান একটি ধূমকেতু দেখা মিলেছে। চলতি সপ্তাহের শুরুতে বিরল ও উজ্জ্বল এই ধূমকেতুর দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন, কেবল বিজ্ঞানীরা নয়, সূর্যাস্তের পরে ঠিক-ঠাক দিকে তাকাতে পারলে এখনো সাধারণ মানুষ এটি দেখতে পাবেন। 

ধূমকেতুটির নাম ১২পি/পনস-ব্রুকস। একে অনেক সময় শয়তান ধূমকেতু নামেও ডাকা হয়। দুটি শিং থাকায় এমন নাম দেওয়া হয়েছে। গত ২৭শে মার্চ আল খাট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তোলা একটি ছবিতে এটি ধরা পড়েছে। 

আরো পড়ুন: প্যালেস্টাইনের নতুন সরকারকে স্বাগত জানালো আমেরিকা

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আগামী ২১শে এপ্রিল সূর্যের সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছাবে শয়তান ধূমকেতু। ২রা জুন এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। আগামী ৮ই এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা।

সংস্থাটি বলছে, সূর্যের খুব কাছাকাছি যেতে থাকায় ধূমকেতুটিকে আরও উজ্জ্বল দেখাবে। তবে এটি দিগন্ত ও সূর্যের কাছাকাছি চলে এলে খালি চোখে দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তাই এখনই এটি দেখার সবচেয়ে ভালো সময়। 

সূত্র: খালিজ টাইমস 

এইচআ/  

শয়তান ধূমকেতু মরুর আকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250