শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভিয়েতনাম থেকে ৫৭ টাকা কেজি দরে চাল কিনে দেশের জনগণের কাছে ৩০ টাকা কেজিতে বিক্রি করবে। সেজন্য সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানি করবে সরকার।

বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভিয়েতনামের সংবাদমাধ্যম ‘ভিয়েতনাম নিউজ’।

ভিয়েতনাম খাদ্য অ্যাসোসিয়েশেন ‘ভিয়েতনাম নিউজকে’ জানিয়েছে, সরকার থেকে সরকার (জিটুজি) কাঠামোর ভিত্তিতে এই চাল আমদানির চুক্তিটি হয়েছে। চালগুলো সরবরাহ করবে ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড টু)।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রতি টন চাল ৪৭৪ দশমিক ২৫ ডলারে কিনছে। যা আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। ‘ভিয়েতনাম নিউজ’ দাবি করেছে, অন্যান্য দেশের তুলনায় তাদের চালের মান ভালো হওয়ায় দাম বেশি। সে হিসাবে প্রতি কেজি চালের দাম পড়বে ৫৭ টাকার একটু বেশি।

গত ২৮শে জানুয়ারি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ‘পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি’ চাল আমদানির বিষয়টির অনুমোদন দেয়।

ভিয়েতনাম থেকে কেনা চালগুলো বাংলাদেশ সরকার ‘ওপেন মার্কেট সেলের’ (ওএমএস) আওতায় বিক্রি করবে। সেখানে প্রতি কেজি চালের দাম ধরা হবে ৩০ টাকা। সবমিলিয়ে দেশের ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ৯০৭ টন চাল বিক্রি করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী দেশ। তা সত্ত্বেও বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয় বাংলাদেশকে। ২০২৩ সালেও বাংলাদেশ দুই লাখ টন চাল আমদানি করেছিল। সেগুলো আনা হয়েছিল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে।’

হা.শা./কেবি

চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250