মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

একগাদা চমক নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

অক্টোবরে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বও তারা শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। এবার বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। দলের ফরম্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য এই দুই ম্যাচকেই কাজে লাগাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে গতকাল (৩রা অক্টোবর) রাতে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বেশির ভাগ খেলোয়াড়ই পরিচিত। তবে রয়েছে কিছু চমকও। সবচেয়ে বড় চমক গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। ক্যামবেসেসের সঙ্গে প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে ডাক পেয়েছেন অ্যানিবাল মোরেনো। তিনি খেলেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। একই ক্লাবের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজও আছেন আর্জেন্টিনার ২৮ সদস্যের দলে। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেয়েছিলেন ঠিকই। কিন্তু এখনো আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন।

আর্জেন্টিনার ২৮ সদস্যের এই দলে ফিরেছেন এনজো ফার্নান্দেজ ও মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞা থাকায় আগেরবার সুযোগ পাননি ফার্নান্দেজ। এদিকে সেনেসি তিন বছর পর ফিরলেন আন্তর্জাতিক ফুটবলে। ২০২২ সালের জুনে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সবশেষ আর্জেন্টিনার জার্সিতে খেলতে নেমেছিলেন।

বাছাইপর্বে ১৮ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা জিতেছে ১২ ম্যাচ। লিওনেল স্কালোনির দল ড্র করেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ হেরেছে। তাদের ৩৮ পয়েন্টের পর দক্ষিণ আমেরিকা অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ পয়েন্ট পেয়েছে ইকুয়েডর। কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে—প্রত্যেকেই ২৮ পয়েন্ট পেয়ে বাছাইপর্ব শেষ করেছে। আমরিকায় এ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ১১ ও ১৪ই অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

অক্টোবরে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ২৮ সদস্যের দল

গোলরক্ষক

এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)

ডিফেন্ডার

গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাওতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)

মিডফিল্ডার

লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মোরেনো (পালমেইরাস), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), অ্যালেক্সিস মাক অ্যালিস্টার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)

ফরোয়ার্ড

লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), নিকোলাস গনজালেস (জুভেন্তাস), গিলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)

জে.এস/

লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250