বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা

বিবাহবার্ষিকীতে দীপিকার সঙ্গে রণবীর যে অদ্ভুত কাণ্ড ঘটালেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০১৮ সালের আজকের দিনে বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয় সাতপাকে বাঁধা পড়েছিলেন। ১৪ই নভেম্বর তাদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর সকালে সোশ্যাল মিডিয়ায় রণবীর একসঙ্গে ১৫টি ছবি প্রকাশ করেছেন। কিন্তু এ ছবির একটিতেও রণবীর নেই। শুধু দীপিকাকেই দেখা যাচ্ছে। সবাই এটিকে অদ্ভুত কাণ্ড বলছেন।

রণবীর তার ইনস্টাগ্রামে এ ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন। এ সিরিজের প্রথমটিই একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে পানি চলে আসছে তার, তোয়ালে দিয়ে মুখ মুছে নিচ্ছেন। লাল হয়ে যাচ্ছে তার গাল। আবার হাসছেন। রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন , সোনু নিগমের কণ্ঠে একটি গান, ‘হাসতি রহে তু হাসতি রহে, হয়া কি লালি খিলতি রহে’। বোঝাই যাচ্ছে স্ত্রীর এ হাসিই তিনি দেখতে চান সারাজীবন।

রণবীর পোস্টে দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, ‘প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি’।

আরও পড়ুন: ডায়াবেটিস নিয়ে তারকাদের সংগ্রামের গল্প

২০১৮ সালে রণবীর-দীপিকা বিয়ের আসর বসেছিল ইতালির লেক কোমোতে। পরে অবশ্য দেশে ফিরে বড় ধরনের আয়োজন করেছিলেন এ দম্পতি। পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে রণবীর নিজের মতো মেয়ের সঙ্গেও দীপিকার কোনো ছবি শেয়ার করেননি।

রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। প্রেম হোক বা দাম্পত্য, রণবীর সব সময়ই ‘ট্রেন্ড’ তৈরি করে থাকেন। এক ভক্ত তাই মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমার মনের মানুষটিও যদি এই এভাবে আমার ছবি পোস্ট না করে, যেন আমাকে ছাড়া শ্বাসই নিতে পারে না, তাহলে আর সে কী করল?’

এসি/ আই.কে.জে/


দীপিকা পাড়ুকোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250