সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপের দল তৈরির প্রস্তুতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাত্রই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে দুই বোর্ডের দ্বিপক্ষীয় আয়োজন। সিলেটে প্রথম টেস্টে নতজানু পারফরম্যান্সের পর চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানে জিতেছে বাংলাদেশ। তবে এ সিরিজ শেষেই টি-টোয়েন্টি। তাই নাজমুল হোসেন শান্তদের ভাবতে হচ্ছে টি-টোয়েন্টি নিয়ে।

সামনে এশিয়া কাপ ক্রিকেট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব ঠিক থাকলে এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হওয়ার কথা। আর আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বড় এ দুটি টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি ও নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ দলের সামনে। এ প্রস্তুতির শুরু এ মাস থেকেই। 

ক’দিন আগে চূড়ান্ত হয়েছে পাকিস্তানে টি-টোয়েন্টি সফরের সূচি। বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টির চূড়ান্ত সূচিও দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। মে-জুনে পাকিস্তান সফরের আগে আমিরাতের শারজায় ১৭ই ও ১৯শে মে হবে ম্যাচ দুটি। এ সিরিজ খেলার পরই পাকিস্তানে চলে যাবেন শান্তরা। লাহোর ও ফয়সালাবাদে খেলবেন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এরপর জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফর। ওই সফরে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। সেই সফরের পর পাকিস্তান আবার বাংলাদেশে আসবে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সিরিজটি চূড়ান্ত হয়েছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে।

২০২৪ সালে ২৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত এক পঞ্জিকাবর্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। তবে এ বছরের এশিয়া কাপ ও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। 

এশিয়া কাপের আগে হাতে এখনো প্রায় তিন মাস সময়। এ সময়ের মধ্যে আরব আমিরাতের সঙ্গে ২টি, পাকিস্তানের বিপক্ষে হোম-অ্যাওয়ে মিলিয়ে ৮টি, শ্রীলঙ্কার সঙ্গে সম্ভাব্য ৩টি ও ভারতের সঙ্গে ৩টি—মোট ১৬টি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘এশিয়া কাপের আগে আমরা ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি সিরিজে আরও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যদিও এখনো এসব সিরিজের সূচি চূড়ান্ত নয়। আশা করছি, নির্ধারিত সময়ে ম্যাচগুলো হবে।’

এ পাঁচ সিরিজে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পরখ করে নিতে চায় সম্ভাব্য স্কোয়াড ও বিকল্প ক্রিকেটারদের। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট বলছে, ২০২৬ বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলা হবে, তা থেকে বাছাই করা হবে সেরা কম্বিনেশন।

এইচ.এস/

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন