ছবি: সংগৃহীত
উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা বেশি। গত কয়েকদিন ধরেই এখানকার পথঘাট গভীর রাতে কুয়াশায় ঢেকে যায়। এতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন।
রোববার (২রা ফেব্রুয়ারি) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন : সারা দেশে শীত বাড়তে পারে
এদিকে শনিবার রাত থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়াসহ হাঁড় কাঁপানো শীতের তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির মতো ঝরছে শিশির। কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত নিম্নআয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, আজ রোববার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন