শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইনি বিতর্ক কাটিয়ে ভারতসহ ৫ দেশে মুক্তি পাচ্ছে ‘হক’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে আদালতে ‘হক’ সিনেমার রিলিজ স্থগিত করার আবেদনের পর আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আলোচিত সিনেমাটি। ভারতের পাশাপাশি আরো চারটি দেশে মুক্তি পাচ্ছে ‘হক’।

জানা যায়, ‘হক’ সিনেমাটি নির্মিত হয়েছে শাহ বানোর জীবনের ওপর ভিত্তি করে। যে কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে রিলিজ তারিখের আগে আদালতে তা স্থগিতের আবেদন জানায় শাহ বানোর পরিবার। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

শাহ বানোর পরিবারের পক্ষের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতকে জানান, শরিয়া আইন ভুলভাবে উপস্থাপন করার কারণে সিনেমাটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

আইনজীবী তৌসিফ আরো জানান, শাহ বানোর জীবন অবলম্বনে নির্মিত এ সিনেমা তৈরির আগে নির্মাতারা কোনো অনুমতি নেননি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে থেকে। যে কারণে মুক্তির আগে আদালতে ‘হক’-এর মূল কাহিনি ও বিষয়বস্তু প্রকাশের দাবিও জানানো হয়।

মুক্তির কয়েক দিন আগেই ‘হক’ সিনেমা এমন আইনি জটিলতায় পড়লে বিচলিত হন নির্মাতারা। সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তির আলো দেখতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে গত মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠে। সিনেমাটি সেন্সরে দেখার পর বিচারকেরা এটি ‘আনকাট ভার্সন’ মুক্তি দেওয়ার কথা জানান।

সিনেমাটি অধিকারের জন্য সাজিয়া বানো নামে এক ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনি বলবে।

এ সিনেমায় সাজিয়া বানো চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে। আর তার আইনজীবী আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

জানা যায়, ভারতসহ ৫ দেশে মুক্তি পাচ্ছে ‘হক’। ভারত ছাড়া অন্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেন। আজ ৭ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250