মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ *** ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর *** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

এক ভিসায় ছয় দেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ‘ছয় দেশ, এক গন্তব্য’ নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। এ পরিকল্পনার উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশকে একসঙ্গে যুক্ত করে পর্যটকদের জন্য একটি সহজ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। থাইল্যান্ড ছাড়া এ প্রকল্পে অংশ নিচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম। ছয় নম্বর দেশটির নাম এখনো জানানো হয়নি।

এ উদ্যোগের আওতায় পর্যটকরা ইচ্ছা করলে খুব সহজে নির্দিষ্ট দেশগুলোর একটি থেকে অন্যটিতে ঘুরে বেড়াতে পারবেন। থাকবে অনেক আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। খবর থাইল্যান্ড বিজনেস নিউজের।

জাহাজ ভ্রমণ: সিঙ্গাপুর, মালয়েশিয়ার পেনাং, থাইল্যান্ডের ফুকেট এবং ভিয়েতনামের হো চি মিন সিটি—সবকিছু একসঙ্গে যুক্ত থাকবে একটি বিলাসবহুল জাহাজ ভ্রমণে।

ঐতিহ্য ভ্রমণ: বিভিন্ন দেশের সংস্কৃতি; যেমন পেরানাকান সংস্কৃতি, বৌদ্ধ স্থাপত্য ও ঐতিহাসিক শহরগুলো ঘুরে দেখার সুযোগ।

খাদ্য ভ্রমণ: এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার উপভোগের সুযোগ।

নিজে গাড়ি চালিয়ে ভ্রমণ: পর্যটকরা চাইলে নিজেরাই গাড়ি চালিয়ে ভ্রমণ করতে পারবেন নির্দিষ্ট দেশগুলো।

ঋতুভিত্তিক উৎসব: উৎসবের সময় বিশেষ ভ্রমণ আয়োজন থাকবে, যাতে দেশগুলোর বিশেষ সংস্কৃতি ঘনিষ্ঠভাবে দেখা যায়।

এ প্রকল্পের আওতায় একধরনের যৌথ ভিসা চালুর পরিকল্পনা রয়েছে দেশগুলোর। যেন একবার ভিসা নিলে সব অংশগ্রহণকারী দেশে ভ্রমণ করা যায়। এটি হবে ইউরোপের শেনজেন ভিসার মতো। এ ছাড়া ইমিগ্রেশন চেকপয়েন্টে থাকবে দ্রুত প্রবেশের বিশেষ লেন, যা ভ্রমণ আরও আরামদায়ক করবে।

এ প্রকল্পে থাকবে বিশেষ হোটেল ও রেস্টুরেন্ট প্যাকেজ, যেখানে বিশ্বসেরা মানের খাবার ও নামি হোটেলে থাকার সুযোগ থাকবে। পর্যটকরা একসঙ্গে এসব সুবিধা একটি প্যাকেজেই নিতে পারবেন।

এ ক্যাম্পেইন চলতি বছরের শেষ দিকে চালু হবে। যেসব দেশ প্রস্তুত থাকবে, তারা আগে এ পরিকল্পনায় যুক্ত হবে। পুরো পরিকল্পনার তদারকি ও বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।

থাইল্যান্ডের এ ‘ছয় দেশ, এক গন্তব্য’ উদ্যোগটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। এ ক্যাম্পেইন সফল হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘুরে বেড়ানো হবে আরও সহজ, সুন্দর ও স্মরণীয়।

এইচ.এস/


ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন