ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। দলগুলোর আবেদন যাচাই-বাছাই করে কিছু তথ্য ঘাটতি থাকায় সে সংক্রান্ত কাগজপত্র ৩রা আগস্টের মধ্যে দাখিলের জন্য ১৫ দিন সময় দিয়ে ১৪৫টি দলকে চিঠি দেওয়া হয়।
এর মধ্যে মোট ৮০টি দল ঘাটতি সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে। গতকাল রোববার (৩রা আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
আইন অনুযায়ী ঘাটতি তথ্য না দেওয়া বাকি ৬৫টি দলের নিবন্ধনের আবেদন বাতিল হয়ে যাবে বলে ইসির কর্মকর্তারা বাসসকে জানিয়েছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন