সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি তদন্ত (আইসি) সংস্থা। শুক্রবার (২৬শে জুলাই) দেশটির ফেডারেল তদন্ত সংস্থা সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের পরই তাকে গ্রেফতার করা হয়।

রুশ সংবাদমাধ্যম বলছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা দিমিত্রি বুলকাভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে ২০২২ সালে সেপ্টেম্বরে তাকে পদচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে গ্রেফতার করে এফএসবি।

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা কমলার

৬৯ বছর বয়সী বুলগাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’-ও পেয়েছেন তিনি।

দিমিত্রি বুলগাকভের দুর্নীতির ঘটনাটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় ধরনের কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি। এর আগে গত ২৩শে এপ্রিল দুর্নীতির অভিযোগে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী তিমুর ইভানভকে পদচ্যুত ও গ্রেফতার করা হয়েছিল। 

সূত্র: ইন্টারফ্যাক্স, রয়টার্স

এসি/কেবি

রাশিয়া দুর্নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন