বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

প্রবাসীদের যে খবর জানাল ওমান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীদের জন্য যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে ওমান সরকার। নতুন আইনে কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা হবে। খবর গালফ নিউজের।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ লিখেছে, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ প্রতিরোধ এবং কর্মীদের মান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ জানান, নতুন ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিকস, হিসাবরক্ষণসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের যোগ্যতা দেশে প্রবেশের আগেই যাচাই ও অনুমোদন নিতে হবে।

এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতভিত্তিক স্বীকৃত স্কিলস ইউনিটের মাধ্যমে শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীকে ‘ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স’ দেওয়া হবে। এই লাইসেন্স অনুমোদিত না হলে কোনো প্রবাসী কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না।

দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণিকরণ সনদ ও ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জাল করার একাধিক ঘটনা ধরা পড়েছে, যা ওমানের আইনের সরাসরি লঙ্ঘন। এ ক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান—উভয় পক্ষই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ এবং তার সত্যতা যাচাইয়ের জন্য দায়বদ্ধ থাকবে।

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার (ডিপোর্টেশন) এবং আদালতে মামলা দায়েরসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে সহায়তা বা অবহেলার প্রমাণ মিললে নিয়োগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জে.এস/

ওমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250