বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

শীতে খুশকি থেকে বাঁচাবে টমেটো, জানুন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে খুশকির সমস্যায় ভুগেন কমবেশি সবাই। তাই মাথায় খুশকি বাসা বাঁধার আগেই প্রতিরোধ করুন। তার জন্য দামি কোনো ক্রিম বা শ্যাম্পু লাগবে না। এই সমস্যার সমাধান দেবে ঘরে থাকা টমেটো। কীভাবে? জেনে নিন-

চুলকে রক্ষা করতে বেশিরভাগ মানুষ ভরসা রাখেন শ্যাম্পু-কন্ডিশনারে। অনেকে আবার বাড়িতেই তৈরি করেন তেল। বাড়িতে তৈরি হেয়ার মাস্ক বেশ কাজের হলেও, অনেকে জানেন না পদ্ধতি। বুঝতে পারেন না, কোন উপাদান ব্যবহার করবেন। কিন্তু হাতের কাছে টমেটো থাকলে অনেক সমস্যারই সমাধান যাবে। এই টমেটো একদিকে যেমন চুলের বৃদ্ধিতে সাহায্য করে, তেমনি সমস্যা কমাতে উপযোগী।

চুলের যত্নে টমেটো

এতে থাকে ভিটামিন এ, যা স্ক্যাল্পে সেরাম উৎপাদনে সাহায্য করে। এতে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকে। এ ছাড়া টমেটোতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা স্ক্যাল্পের প্রদাহকে দূরে রাখে। ফলে চুলে বাসা বাঁধে না খুশকি।

টমেটোতে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদান চুল পড়া কমাতে সাহায্য করে। এমনকি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এ ছাড়া টমেটো ব্যবহার করে আপনি চুলের অকাল পক্কতাকে প্রতিরোধ করতে পারবেন। টমেটোর অক্সিডেটিভ স্ট্রেস কমায়, আর চুলকেও সাদা হতে দেয় না। 

আরো পড়ুন : কয়লায় দূর হবে মুখের ময়লা, যেভাবে বানাবেন ফেসপ্যাক

টমেটোতে থাকে ভিটামিন এ, এ, ই’র মতো উপাদান, যা চুলের দেখভালে বিশেষ ভূমিকা পালন করে। চুলের গোঁড়ায় পুষ্টি যোগায়। সেই সঙ্গে চুলের নানা সমস্যাও দূর করে।

যেভাবে ব্যবহার করবেন টমেটো

টমেটো ও দইয়ের হেয়ার মাস্ক: টমেটো ম্যাশ করে, তাদের টক দই মিশিয়ে চুলে মেখে নিন। স্ক্যাল্প ও চুল ভালো ভাবে লাগিয়ে নিন এই হেয়ার মাস্ক। ২০-৩০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন। চুলকে শুষ্ক হওয়া থেকে প্রতিরোধ করবে এই হেয়ার মাস্ক।

টমেটো ও মধুর হেয়ার মাস্ক: টমেটো ও মধু একসঙ্গে পেস্ট করে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট পর ভালো করে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক চুলের বৃদ্ধিতে সাহায্য করবে। পাশাপাশি বজায় রাখবে চুলের আর্দ্রতা।

এস/ আই.কে.জে/

টমেটো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন