ছবি: সংগৃহীত
পাঁচ বছর আগে দেশের বিনোদন অঙ্গনকে পেছনে ফেলে হঠাৎ করেই আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। তখন অনেকে ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত।
একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসতি গড়ার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া– পরিণত হয়েছেন একজন কর্মঠ আমেরিকান নাগরিকে, একাধারে মা, ভালোবাসার মানুষ, আবার সফল পেশাজীবীও।
সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করে পিয়া জানান দিয়েছেন, এবার তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে– বিয়ে করেছেন তিনি। যদিও বছর শুরুর দিকে তিনি বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করেননি।
পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, গত ২৬শে জুন তিনি আমেরিকার নাগরিক ও প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে বরাবরের মতোই ব্যক্তিগত জীবনে প্রাইভেসিকে প্রাধান্য দিচ্ছেন পিয়া। স্বামীর নাম কিংবা পরিচয় এখনও গোপন রেখেছেন তিনি। নিজের মতো করে বিয়ে করলেও কোনো ঘটা করে অনুষ্ঠান করেননি, এমনকি জনসম্মুখেও স্বামীকে আনেননি।
এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমার স্বামী খুব সাধারণ একজন মানুষ, পাবলিসিটি পছন্দ করেন না। আমিও চাই না আমাদের ব্যক্তিগত জীবন হঠাৎ করে জনচর্চার বিষয় হয়ে উঠুক।’
জে.এস/
খবরটি শেয়ার করুন