মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ

লক্ষ্য অর্জনের পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল তার লক্ষ্য অর্জন করার পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উত্তরাংশে হামাসের জাবালিয়া ও শেজাইয়া ব্যাটেলিয়ন ‘নির্মূল হওয়ার মুখে রয়েছে’ বলে দাবি করেন তিনি। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গ্যালান্ত বলেন, “লক্ষ্যগুলো অর্জিত হলেই যুদ্ধ শেষ হবে। যুক্তরাষ্ট্র যা করতে বলছে ও মন্তব্য করছে তার সবকিছুই আমি বিবেচনায় নিচ্ছি আর গুরুত্ব দিয়ে গ্রহণ করছি। যুক্তরাষ্ট্র যা করছে (ইসরায়েলি) মন্ত্রিসভার সব সদস্যই তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে। 

“আমেরিকানরা যেন আমাদের সাহায্য করতে পারে তার পথ বের করতে সাহায্য করবো আমরা।” হামাসের সঙ্গে জিম্মি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রশ্নে তিনি জানান, তিনি বিশ্বাস করেন ইসরায়েল যদি সামরিক চাপ বাড়ায় তাহলে জিম্মি নিয়ে চুক্তির প্রস্তাব বাড়তে থাকবে।

তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা যদি সামরিক চাপ বাড়াই, তাহলে জিম্মি নিয়ে আরও চুক্তির প্রস্তাব আসতে থাকবে আর যদি প্রস্তাব আসতে থাকে আমরা সেগুলো বিবেচনা করবো।”

তিনি জানান, জাবালিয়া ও শেজাইয়ায় ইসরায়েলি বাহিনীগুলো হামাসের শেষ শক্তিকেন্দ্রগুলো ঘিরে ফেলেছে। গত কয়েকদিনে হামাসের কয়েকশ সদস্য আত্মসমর্পণ করেছে।

গ্যালান্ত বলেন, “হামাসের যে ব্যাটেলিয়নগুলোকে অজেয় ভাবা হতো, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে তারা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পথে রয়েছে।”

তিনি বলেন, “যেই আত্মসমর্পণ করবে, প্রাণে রক্ষা পাবে।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যাদের গ্রেপ্তার করেছে তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন তিনি। এদের অনেকে ইসরায়েলের চালানো হামাসের ৭ অক্টোবরের হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছেন ।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

এইচআ/  আই.কে.জে


গাজা ইসরায়েল হামাস জিম্মি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন