মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

পঞ্চাশে এসে টুইঙ্কেলের স্নাতক পাস, যা বললেন স্বামী অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই ৪৮ বছর বয়সে স্নাতকে ভর্তি হওয়ার খবর জানান তিনি। আর ৫০ বছর বয়সে সেই ডিগ্রির সার্টিফিকেট হাতে পেলেন টুইঙ্কেল। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ফিকশন রাইটিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন টুইঙ্কেল।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সমাবর্তন অনুষ্ঠানে স্ত্রীর হাত ধরে  উপস্থিত হন অক্ষয়। পাশাপাশি স্ত্রীর এই প্রাপ্তিতে ভীষণ গর্বিত অক্ষয়। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন এই অভিনেতা। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

এদিন সমাবর্তন অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অক্ষয়।

স্ট্যাটাসে অভিনেতা লিখেছেন, দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে আবারও পড়াশোনা শুরু করতে চাও, তখন ভীষণ অবাক হয়েছিলাম আমি। বুঝতে পারিনি ঠিক কী বলছো! কিন্তু আমি দেখলাম তুমি অনেক পরিশ্রম করছো। সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখার পাশাপাশি পুরোপুরি ছাত্রজীবনে ফিরেছো।

অক্ষয় আরও লেখেন, আমি জানি, আমি একজন সুপার উইমেন বা অতি প্রাকৃতিক ক্ষমতাধর নারীকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশনের দিন।

আমিও যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যে শব্দগুলো বুঝিয়ে দিতো তোমাকে নিয়ে আমি কতোটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।

আরো পড়ুন: বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন

এদিকে স্ত্রীকে নিয়ে পোস্টটি করা মাত্রই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসার নেটিজেনরা। শুধু তাই নয়, স্ট্যাটাসটি নজর এড়ায়নি টুইঙ্কেলেরও। কমেন্ট বক্সে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

টুইঙ্কেল লিখেছেন, আমি ভাগ্যবতী। কারণ আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে, আমাকে উৎসাহিত করে, পড়ে গেলেও আমাকে তুলে আনে। আর আমি অনেকবার পড়ে যেতে চাই, তাই না?

প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ই জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। আজ বিয়ের ২৩ বছর পূর্ণ হলো এই তারকা দম্পতির। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

এসি/ আই.কে.জে


অক্ষয় কুমার স্নাতক পাস টুইঙ্কেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন