মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন

১৬ লাখ টাকার সোনার বার দিয়ে প্রেমের প্রস্তাব শিশুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

প্রতীকী ছবি

চার বছর বয়সী কিন্ডারগার্টেন পড়ুয়া এক শিশু আরেক শিশুকে সোনার বার দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে। ২০০ গ্রাম ওজনের সেই সোনার বারের মূল্য ১৫ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি।

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত ২২শে ডিসেম্বর এমন ঘটনা ঘটেছে। সহপাঠী এক মেয়েকে সোনার ওই বার উপহার দেয় এক ছেলে শিশু। উপহার পেয়ে বাড়ি ফিরে মা–বাবাকে দেখায় মেয়েটি। শিশুকন্যার কাছ থেকে তাঁরা জানতে পারেন, এক সহপাঠী এই বার উপহার দিয়েছে। এই ঘটনায় হতবাক হয়ে যান শিশুটির মা–বাবা। 

মেয়ে শিশুটির মা জানান, একপর্যায়ে তিনি ও তাঁর স্বামী ছেলেশিশুটির মা–বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তাঁরা জানান, ছেলের ভবিষ্যৎ স্ত্রীর জন্য এই সোনার বার রাখা হয়েছে। ছেলেকে তাঁরা এটি বলেছিলেন। এরপর বাড়িতে কাউকে না জানিয়ে সে ওই বার নিয়ে যায়। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তাঁরা। 

ইতিমধ্যে এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। নেটিজেনরা এমন বন্ধুত্বের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অনেকে এ ধরনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

একজন লিখেছেন, ‘ছেলের এলেম আছে বলতে হয়। ২০০ গ্রাম ওজনের সোনার বার দিয়ে দিল!’ আরেকজন লিখেছেন, ‘আমার শাশুড়ি আমাকে একটি ব্রেসলেট উপহার দিয়েছিলেন। আমার ছেলে জানতে চায়, তার সহপাঠীকে এটি দিতে পারে কিনা। ভাগ্যিস, সে আমার কাছে জানতে চেয়েছে।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার মেয়ে যখন প্রথম শ্রেণিতে পড়ে, তখন তার এক ছেলে সহপাঠী তাকে ২০০ ইউয়ান দিয়েছিল। জানার পর সেদিন সন্ধ্যায়ই ছেলের মা–বাবাকে ফেরত দিয়েছিলাম।’

চীনে এমন ঘটনা আগেও ঘটেছে। গত বছরের মে মাসে এক ছেলে তার মায়ের সোনার একটি চুড়ি নিয়ে কিন্ডারগার্টেন স্কুলের এক মেয়েকে দিয়ে দেয়। শ্রেণিশিক্ষক ঘটনাটি দেখতে পেয়ে ছেলেটির মাকে সতর্ক করে দিয়েছিলেন। 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ওআ/

প্রেম শিশু সোনার বার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন