শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের

হলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সাবান তৈরি করেন শিশুশিল্পী ঝনক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে গ্ল্যামারাস নায়ক-নায়িকার পাশাপাশি শিশুশিল্পীরও অভাব নেই। গ্ল্যামার জগতের এমনি টান যে মাত্র কয়েক বছর বয়স থেকেই ছেলে-মেয়েরা ভিড় করতে থাকে ক্যামেরার সামনে মুখ দেখানোর একটা সুযোগের জন্য।

এমনও অনেক শিশুশিল্পী রয়েছে, যারা নামকরা অভিনেতা-অভিনেত্রীদের সমান জনপ্রিয়তা পেয়েছেন। এমনি একজন হলেন ঝনক শুক্লা।

‘কাল হো না হো’ ছবির কথা মনে আছে নিশ্চয়ই? শাহরুখ খান, প্রীতি জিনতা ও সাইফ আলি খান অভিনীত ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল।

শাহরুখের ক্যারিয়ারে তো বটেই, বলিউডের জনপ্রিয় ছবির তালিকাতেও পাকাপাকিভাবে নাম করে নিয়েছে এই ছবিটি।

ওই ছবিতে প্রীতির ছোট বোন জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন ঝনক। মিষ্টি মেয়েটি শাহরুখ-প্রীতির থেকেও বেশি নজর কেড়েছিল দর্শকের।

বাবা-মা অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার দৌলতে ঝনকও ছোট থেকেই ওইদিকেই ঝুঁকেছিলেন। বড়পর্দায় পা রাখার আগে একটি বিজ্ঞাপনী ছবিতেও মুখ দেখিয়েছিলেন তিনি। ওইটুকু বয়সেই তার অভিনয়ে এত ধার ছিল যে বিজ্ঞাপনী ছবিটি বছরের সেরা অ্যাড ফিল্মের পুরস্কার পেয়েছিল।

ঝনকের যখন মাত্র সাত বছর বয়স ছিল তখন তিনি জনপ্রিয় টিভি শো ‘কারিশমা কা কারিশমা’তে সুযোগ পেয়ে যান। তাও আবার প্রধান চরিত্রে। কারিশমা নামে এক ছোট্ট মিষ্টি রোবটের ভূমিকায় অভিনয় করেছিলেন ঝনক। ওইটুকু মেয়ের অভিনয় দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা।

খেলার ছলে হলেও তার সংলাপ বলার ভঙ্গি, অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল সবাইকে। ঝনকের আরেক নামই হয়ে গিয়েছিল কারিশমা।

আরো পড়ুন: শাহরুখের পাঠানো মেসেজ জমেই থাকত সমীরের কাছে
 

টিভি সিরিয়ালটির জনপ্রিয়তা তাকে এনে দেয় বড়পর্দায় পা রাখার সুবর্ণ সুযোগ। শাহরুখ-প্রীতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে না করতে একটি হলিউড ছবিরও প্রস্তাব পেয়ে যান ঝনক।

যদিও সেই ছবিতে অভিনয় করেননি তিনি। আসলে ঝনকের বাবা-মা সেসময়ে চেয়েছিলেন মেয়ে আগে পড়াশোনাটা শেষ করুক, তারপর অভিনয় ক্যারিয়ারে মন দিক।

মা-বাবার কথা রাখতে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যান ঝনক। আর্কিওলজিতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। কিন্তু অভিনয়ে আর ফেরা হয়নি ঝনকের। আসলে নিজের বাবা-মাকে সর্বক্ষণ শুটিং করতে দেখে তিনি বুঝতে পারেন যে অভিনয় অতটাও সহজ নয়। তাই ক্যারিয়ার নিয়ে নিজের মত বদলান ঝনক।

এখন সম্পূর্ণ অন্য পথে চলে এসেছেন তিনি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মাস্টার্স করার পাশাপাশি নিজস্ব একটি ব্যবসাও শুরু করেছেন ঝনক। সাবান তৈরির ব্যবসা শুরু করেছেন তিনি।

বড় হয়ে একেবারেই বদলে গিয়েছেন তিনি। আগের সঙ্গে এখনকার কোনো মিলই নেই। আবার কি অভিনয়ে ফিরবেন ঝনক? তাও জানা যায় না।

এসি/আইকেজে 

ঝনক হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন