ছবি: সংগৃহীত
গত বছরের জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশে রাজপথেও নেমেছিলেন। শেখ হাসিনার সরকার পতনের পর নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট, কখনো মোসাদের এজেন্ট, আবার কখনো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর এজেন্ট হিসেবেও তাকে বিদ্রুপ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী। শোবিজ অঙ্গনের তারকারাই তাকে নিয়ে ট্রল করছেন। যা নজর এড়ায়নি অভিনেত্রীর। এবার ট্রলের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
গতকাল বৃহস্পতিবার (৩১শে জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার কিছু সহকর্মী আমার ওপর ব্যক্তিগতভাবে, নির্মম ও নির্দয়ভাবে আক্রমণ চালাতে শুরু করেছেন। তারা ইন্টারনেটের অচেনা মানুষ নন। সেসব মানুষ, যাদের সঙ্গে আমি একসময় কাজ করেছি। একসাথে মঞ্চে দাঁড়িয়েছি, যাদের আমি বিশ্বাস করতাম। তাদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল অপমান করা।’
কথার সূত্র ধরে অভিনেত্রী যোগ করেন, ‘সোশ্যাল মিডিয়া আমার ছবি দিয়ে ভরে উঠেছিল। রুমিন ফারহানা আর ভিপি নূরের পাশে দাঁড়িয়ে আছি। তাদের পাশে দাঁড়িয়ে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি! এমনকি শেখ হাসিনা ও তার মন্ত্রীদের সঙ্গে তোলা আমার পুরোনো ছবিগুলো ছড়িয়ে দিল। গল্পকে ঘুরিয়ে বোকাদের মতো কথা বলছে!’
সবশেষে হতাশার সুরে বলেন, ‘কী অসুস্থ সমাজে বাস করছি আমরা, যেখানে কারও মত আলাদা হলেই তাকে ছিঁড়ে ফেলা হয়? যেখানে রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়? এটা হৃদয়বিদারক। এটা ভয়ঙ্কর। আর এটা অত্যন্ত লজ্জার।’
জে.এস/
খবরটি শেয়ার করুন