বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

সেই মোশাররফকে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

২০১৩ সালে শিবির ক্যাডারদের হাতে দুই পায়ের রগকাটা যাওয়া রংপুরের কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোশাররফ হোসেনের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

২০১৩ সালের ১১ই সেপ্টেম্বর রংপুরের কলেজপাড়া এলাকায় মুখোশধারী সন্ত্রাসীরা মোশাররফ হোসেনের ওপর হামলা চালিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়। সে সময় মোশাররফ কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ২০০৭-০৮ সেশনে কারমাইকেল কলেজে ভর্তি হওয়া মোশাররফের গ্রামের বাড়ি নীলফামারী সদর।

মোশাররফ হোসেন  বলেন, জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিহত করতে গেলে ২০১৩ সালে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডার বাহিনী, তার দুই পায়ের রগ কেটে দেয়। দুঃখে ভরা মোশাররফের জীবন। পায়ের রগকাটার ঘটনার পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরপরই বাবাকে হারান তিনি। মোশাররফ বলেন, চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলে, তার শারীরিক অবস্থা দেখে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান।

আরো পড়ুন: বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাব নেতৃবৃন্দের মতবিনিময়, সরকারি বিজ্ঞাপন দাবি

টানাপোড়েনে চলতে থাকে মোশাররফের জীবন। এর মধ্যে বিয়ে করেন তিনি। সংসার জীবনে দ্বিতীয় সন্তান জন্মের পর তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। দুই সন্তান রেখে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশাররফের স্ত্রী। তার কয়েক মাস পর পিত্তথলির ক্যান্সারে মাকেও হারান মোশাররফ। দুঃখময় জীবনের একটা সময় সড়ক দুর্ঘটনায় শ্বশুরকেও হারান তিনি।

আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোশাররফ হোসেন বলেন, তার দুই সন্তান একজনের বয়স সাড়ে চার বছর, আরেকজনের বয়স ১৫ মাস। এই দুই সন্তান নিয়ে তিনি যখন দিশেহারা, তখন মানবতার মা প্রধানমন্ত্রী এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, দোয়া করি।

মোশাররফ হোসেন জানান, এর আগে প্রধানমন্ত্রী তার মায়ের চিকিৎসায় ১ লাখ টাকা এবং রগকাটা যাওয়ার ঘটনার সময় তার নিজের চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

এইচআ/ওাা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান ছাত্রলীগ নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250