বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে গুরুত্বপূর্ণ টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম দেখায় যদি কেউ আপনাকে বলে, আপনার ‘হাসি’ অনেক সুন্দর-- এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রাণ খুলে হাসার মত কনফিডেন্স পান না। কারণ একটাই, দাঁত সাদা ও সুন্দর না হওয়া। সুন্দর দাঁত পেতে যে অনেক বেশি খরচ করতে হবে এমন ধারণাও ঠিক নয়। তাই কিছু সাশ্রয়ী, সহজ ও প্রাকৃতিক উপায়ে সুন্দর, সুস্থ ও নজরকাড়া দাঁত ও হাসি পেতে রইল কিছু টিপস।

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে করণীয়:

১) একটি লেবু দুই ভাগ করে কেটে, একটি কাটা অংশ দিয়ে দাঁত ঘষুন। এমন ভাবে প্রয়োগ করুন যাতে লেবু থেকে রস বের হয়। এভাবে আপনার দাঁতের হলদে ভাব দূর হবে।

২) অর্ধেক চা-চামচ বেকিং সোডা ও এক চিমটি লবণ মিশিয়ে আঙ্গুলের মাথা দিয়ে দাঁতে ঘষুন। এটি ভালো ফল দিবে ।

৩) স্ট্রবেরিও সাদা দাঁত পেতে বেশ উপকারী। একটি স্ট্রবেরি স্ম্যাশ করে অথবা দুই ভাগ করে কেটে নিয়েও দাঁতে ঘষতে পারেন।


৪) দাঁতের দাগ তুলতে লবণ ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় আঙ্গুলের মাথায় লবণ নিয়ে দাঁতে ঘষলে।


৫) কলা খেয়ে কলার খোসা আমরা ফেলে দেই। কিন্তু আপনি কি জানেন, এটি আপনার দাঁতকে করে তুলতে পারে ঝকঝকে? পাকা কলার খোসার ভিতরের দিকের অংশ দিয়ে দাঁত ঘষে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।


৬) কমলার খোসার ভিতরের দিকও ব্যবহার করতে পারেন।

৭) এছাড়াও, বিভিন্ন ক্রাঞ্চি ফল ও সবজি (যেমন-আপেল, গাজর, শশা, ইক্ষু ইত্যাদি) খেলে দাঁতের দাগ দূর হবে।

করণীয় ও কিছু তথ্য

৮) মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই কুলি করুন।

৯) কফি, দুধ-চা না খেয়ে গ্রীন টি/হারবাল টি খাওয়া দাঁতের জন্য ভালো।


১০) ক্যালসিয়াম মজবুত দাঁতের জন্য অনেক দরকারি এবং কালসিয়াম পেতে দরকার ভিটামিন ডি। এছাড়াও ফসফরাস, ম্যাগনেসিয়াম, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, মিনারেল এনামেল গঠনের জন্য অতি প্রয়োজনীয়। মাছ,মাংস, ডিম, কলা, কমলা রঙের ফল, সবজি ও সবুজ রঙের শাকে এসব উপাদান থাকে ।

আরও পড়ুন : বিশ্বের প্রথম নতুন দাঁত গজানোর ওষুধ আবিষ্কার

১১) গ্যাসযুক্ত পানীয় কম খেতে হবে। কারণ এসব পানীয়র এসিড দাঁতের এনামেলের ক্ষতি করে এবং দাঁত দুর্বল ও হলদে করে। ডার্ক কালারের জুস (যেমন তরমুজ, পেঁপে, আমের জুস) এর পিগমেন্ট ও চিনি দাঁতের সাদা রঙ কেড়ে নেয়। তাই এসব পানীয় খেলে স্ট্র ব্যবহার করুন।

১২) বিভিন্ন ধরনের ড্রাগস, সিগারেট শুধু স্বাস্থ্যের জন্যই নয়, দাঁতের জন্যও ক্ষতিকর। নিকোটিন দাঁতের প্রাকৃতিক রঙ কেড়ে নিয়ে দাঁত কালো করে ফেলে। ব্ল্যাক কফি, রেড ওয়াইন, পান-সুপারি খাওয়া, অতিরিক্ত চা পান, বরফ খাওয়া ইত্যাদি দাঁতের জন্য ক্ষতিকর ও দাঁতকে দুর্বল করে।

১৩) রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করার অভ্যাস করুন।

১৪) কোনকিছুই যেমন অতিরিক্ত ভালো নয়, তেমনি প্রতিদিনই অতিরিক্ত বার (২ বারের বেশি) দাঁত ব্রাশ করাও দাঁতের জন্য ভালো নয়। এতে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়।

সুস্থ ও নজরকাড়া দাঁত পেতে করণীয় নিয়ে এই তো বেশ জেনে ফেললেন। এখন এই টিপসগুলো মেনে আপনার দাঁতের যত্ন করুন, সুস্থ থাকুন।

এস/ আই. কে. জে/ 



দাঁত সুস্থ ও নজরকাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250