সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

যে কারণে ভাত খান না অমিতাভ বচ্চন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ১৭তম আসরের জুনিয়রস সপ্তাহ চলছে এখন। সম্প্রতি হটসিটে এক ছোট ‘বেয়াদপ’ বাচ্চার মুখোমুখি হয়ে কয়েকদিন ধরে বেশ চর্চায় বিগ বি। তা নিয়ে কেউ কেউ ওই ছোট্ট প্রতিযোগীর বাবা-মাকে দুষছেন, কেউ আবার অমিতাভের ধৈর্যের প্রশংসা করেছেন।

অমিতাভ বচ্চনের সামনে ছিলেন স্প্রুহা তুষার শিনখেড়ে নামে এক প্রতিযোগী। খুদের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন বিগ বি এবং তার প্রশংসাও করেছিলেন। তখন প্রতিযোগীর মা জানান, মেয়ে এমনিতে অলরাউন্ডার হলেও খাবারে খুব কাঁচা। 

এ বিষয়ে অমিতাভ বচ্চন জানান, তিনি কী খান আর কোন খাবার পছন্দ হলেও শতহস্ত দূরে থাকেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

এরপর প্রতিযোগীর মা অমিতাভ বচ্চনকে বলেছিলেন যে তার মেয়ে আস্তে আস্তে খায় এবং অন্যান্য জিনিসেও আলাদা থাকে। এ বিষয়ে স্প্রুহা বিগ বি-কে জিজ্ঞেস করেন, ‘আমি যেমন আস্তে আস্তে খাই, তেমনি আপনার খাদ্যাভ্যাস কেমন?'

এর উত্তরে অমিতাভ জানান, ফিটনেস ধরে রাখতে তিনি ভাত খান না। বললেন, আমি ভাত, কেক, পেস্ট্রি খাই না। জিলাপি পছন্দ করি কিন্তু খেতে পারি না।

এরপর অমিতাভ বচ্চন আরো বলেন, আমি একটি রুটিন মেনে চলি। কারণ, আমাকে তাড়াতাড়ি সেটে আসতে হয়, অন্যথায় এই লোকেরা চাকরি থেকে বরখাস্ত করবে। আমি রাত ১টায় বাড়ি ফিরি। আপনাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পাই তা আমাকে পূর্ণ করে রাখে।

এর আগে কেবিসি-র এক পর্বে তিনি জানিয়েছিলেন, তিনি কুমড়ো, করলা ও কাঁঠালের মতো খাবার খান না। এগুলোর নাম শুনলেই তার মনে হয় এগুলো খাওয়ার মতো কিছু নয়।

জে.এস/

অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250