মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো

সাংবাদিক অপহরণের ঘটনায় পাকিস্তানের বান্নুতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ আগে সাংবাদিক গোহর ওয়াজিরকে অপহরণ ও নির্যাতনের ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং এফআইআর নথিভুক্ত করতে পুলিশের ব্যর্থতার কারণে সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মীরা বৃহস্পতিবার পাকিস্তানের বান্নুতে বিক্ষোভ করে।

জানা যায়, অপহরণকারীরা গোহর ওয়াজিরকে মুক্তি দিলে তিনি বান্নু সিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২১ এপ্রিল তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে এখন পর্যন্ত তার অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

ন্যাশনাল প্রেসক্লাব বান্নুর সভাপতি এবং পশতু বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত, গোহর ওয়াজিরকে প্রায় ৩০ ঘন্টা যাবত অপহরণকারীরা বন্দি করে রাখে এবং বৈদ্যুতিক শক দেয়।

বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা। তারা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার ধারণ করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ওয়াজির তার অপহরণকারীদেরকে জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করছেন। তারা তাকে বৈদ্যুতিক শক প্রদানের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও রেকর্ড করায়, যেখানে তিনি দেশের উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরে তাদের প্রশংসা করেন।

আরও পড়ুন: ‘আস্থা ভোটে’ জয় পেলেন শাহবাজ শরীফ

তার অপহরণের বিষয়টি পাকিস্তানের মানবাধিকার কমিশন সহ বিভিন্ন মানবাধিকার এবং মিডিয়া অধিকার কমিশনেও উত্থাপিত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য মহসিন দাওয়ারও তার অপহরণ ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

গত ১৯ এপ্রিল ইদের কেনাকাটা করার জন্য বাজারে যাওয়ার সময় দুইজন সন্দেহভাজন লোক ওয়াজিরকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে আরো তিনজন লোক উপস্থিত ছিল। তারা তাকে অজ্ঞাত এক স্থানে নিয়ে গিয়ে ৩০ ঘন্টা যাবত বাথরুমের ভেতর আটকে রাখে। পরবর্তীতে তার উপর নির্যাতন চালায় অপহরণকারীরা।

পরবর্তীতে তাকে চোখ বন্ধ করে কোথাও ফেলে দিয়ে যায় অপহরণকারীরা। তিনি যাত্রীবাহী বাসে করে বান্নুতে এসে পৌঁছান। সংশ্লিষ্ট থানার কর্মীরা জানান তারা এ ব্যাপারে তদন্ত চালাচ্ছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন।

এমএইচডি/ আই. কে. জে/

সাংবাদিক অপহরণ পাকিস্তান বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন