শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

মেট গালায় হলি তারকাদের টেক্কা, লালগালিচায় প্রিয়াঙ্কা-আলিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন শো মেট গালা। সেরা ফ্যাশন ডিজাইনারদের কাছ থেকে তারকারা সেজে আসেন এখানে। মেট গালার রেট কার্পেটে কার সাজ কাকে টেক্কা দেবে তা নিয়েও তারকাদের মধ্যে চলে রেষারেষি।

সকলেই চায় সেরা পোশাক পরে মেট গালার লাল গালিচায় হাঁটতে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হয় মেট গালা ২০২৩। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাতে এই ফ্যাশন শোয়ের আসর বসেছিল।

চলতি বছরের মেট গালার থিম ছিল জার্মানির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল লাজেরফেল্ডের নকশা। ২০১৯ সালে প্রয়াত হয়েছেন এই বিখ্যাত পোশাক শিল্পী। এবারের মেট গালায় তাকেই শ্রদ্ধা জানানো হয়েছে।

হিন্দুস্থান টাইমস বলছে, হলিউড তারকাদের মেলায় রঙিন এই ফ্যাশন শো তে এবছরই অভিষেক হলো বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। মেট গালায় রেড কার্পেটে হাঁটলেন আলিয়া। নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর তৈরি এই সাদা গাউনটি পরে রেডকার্পেট এ হাঁটেন বলিউড ডল আলিয়া ভাট। মুক্তো-সজ্জিত সাদা পোশাক এবং গয়না পরেছিলেন তিনি।

এই নিয়ে মেট গালায় তৃতীয়বার অংশগ্রহণ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের 'মেট গালা'-তেই প্রথম নিকের সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা এবং নিক উভয়েই কালো এবং সাদা ভ্যালেন্টিনো পোশাক বেছে নিয়েছিলেন।

 ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি একটি কালো এবং সাদা পোশাক এবং কালো হিল পরে মেট গালায় অংশ নিয়েছিলেন।
কিম কার্দাশিয়ান মেট গালার জন্য একটি ক্রিম রংয়ের পোশাক বেছে নিয়েছিলেন। কেন্ডাল জেনারকে একটি কালো পোশাকে দেখা গিয়েছে, কাইলি জেনার একটি লাল পোশাক পরেছিলেন।

ফ্লোরেন্স পিউ সাদা পোশাকে মেট গালায় অংশ নিয়েছিলেন। তিনি কালো হেডগিয়ারও পরেছিলেন।

মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট বেনিফিট গালায় পৌঁছেছেন পেড্রো পাস্কাল। লাল শার্ট, কালো শর্টস, একটি টাই এবং একটি লম্বা লাল কোট বেছে নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: বাংলাদেশে আসছে শাহরুখের ‘পাঠান’, জানা গেলো মুক্তির তারিখ

কালো ও গোলাপি পোশাকে ইভেন্টে অংশ নিয়েছিলেন জেনিফার লোপেজ। গোলাপি ও রুপোলি শাড়ি গাউন পরে ইভেন্টে অংশ নিয়েছিলেন নাওমি ক্যাম্পবেল।

সাদা পোশাক বেছে নিয়েছিলেন অ্যান হ্যাথাওয়ে। মেট গালায় একটি লাল পোশাক পরেছিলেন সালমা হায়েক। জ্যারেড লেটো কার্ল লেগারফেল্ডের বিড়াল গোছের পোশাক পরেছিলেন। ইভেন্টে রুপোলি রংয়ের পোশাকের সঙ্গে বিড়ালের সাদৃশ্য কৃত্রিম সামগ্রী পরেছিলেন দোজা ক্যাট।

এম/

 

লালগালিচা প্রিয়াঙ্কা আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250