বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে

মুখের স্বাদ ফিরিয়ে আনবে পেঁপে ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরে-বাইরে বিভিন্ন খাবার খাওয়ার পর হঠাৎ করে মুখের স্বাদ চলে যায়। কোনো কিছুই খেতে ভালো লাগে না। তাই অল্প সময়ে চটজলদি বানিয়ে নিতে পারেন পেঁপের ভর্তা আর বাড়িয়ে নিতে পারেন মুখের স্বাদ। গরম ভাতের সঙ্গে সুস্বাদু পেঁপের ভর্তা থাকলে আর কিছুই লাগবে না।

কী ভাবে তৈরি করবেন পেঁপের ভর্তা, চলুন জেনে নিই-

উপকরণ:

পেঁপে: ১টি

কালো জিরে: ১ চা চামচ

সর্ষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: ১ চা চামচ

কাঁচা লঙ্কা: ২টি

সাদা সর্ষে: ১ চা চামচ

শুকনো লঙ্কা: ২টি

ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

আরও পড়ুন : মিষ্টি আলুর সুস্বাদু পায়েসের রেসিপি

প্রণালী:

১) প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে তা সেদ্ধ করে নিন।

২) এ বার নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ পেঁপে চটকে মেখে নিন।

৩) কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা, কালো জিরে এবং সাদা সর্ষে ফোড়ন দিন।

৪) এ বার নুন, লঙ্কা দিয়ে মাখা সেদ্ধ পেঁপে কড়াইতে দিয়ে দিন।

৫) প্রয়োজনে আরও একটু নুন দেওয়া যেতে পারে।

৬) ভাল করে কষিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পেঁপের ভর্তা। এইতো হয়ে গেলো মজাদার পেঁপে ভর্তা।

এস/ আই.কে.জে/

রেসিপি পেঁপে ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন