বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

মণিপুরের ঘটনায় সরকারকে দায়ী করছেন নির্যাতিতা নারীর মা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুরে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানো সেই দুই নারীর একজনের মা রাজ্যটিতে চলমান সহিংসতায় সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, মণিপুর সরকার সহিংসতা বন্ধ করতে বা মানুষকে সুরক্ষা দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।

শনিবার (২২ জুলাই) ওই নারীর মায়ের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সাক্ষাৎকারে ওই নারীর মা বলেন, আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার আগে তার বাবা ও ছোট ভাইকে খুন করেছে উন্মত্ত জনতা।

গত ৩ মে থেকে শুরু হওয়া সহিংসতাকে নিয়ন্ত্রণ না করার জন্য তিনি মণিপুর সরকারকে দোষারোপ করেছেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুবই ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। তারা আমার মেয়ের বাবা এবং ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি তার সঙ্গেও এই অপমানজনক কাজ করেছে। চলমান সহিংসতা বন্ধে মণিপুর সরকার কিছুই করছে না।

আরো পড়ুন: মানব পাচারকারীদের তৎপরতা কঠোর হাতে বন্ধ করতে হবে

তিনি বলেন, আমার ছোট ছেলেকে হারিয়েছি। সে ছিল আমার আশা-ভরসার জায়গা। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর ওকে ভাল জায়গায় পড়ানোর কথা ভেবেছিলাম। কষ্ট হলেও সেটা করতাম। আমার স্বামীকেও হারালাম। বড় ছেলের হাতে কোনো কাজ নেই। তাই পরিবারের কথা যখন ভাবি, আমি কোনো আশার আলো দেখি না। আমার আর কিচ্ছু নেই।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের গ্রামে ফেরার আর কোনো আশা নেই। ফেরার কথা আর চিন্তাও করি না। আমরা আর গ্রামে যাব না। আমি নিজে আর ফিরতে চাই না। আমার ঘর জ্বালিয়ে দিয়েছে। ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি জানি না, আমার এবং আমার পরিবারের ভবিষ্যৎ কী।

এসি/ আইকেজে 



মণিপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন