রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের *** ঐক্য গড়তে রাজবন্দীদের মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট *** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ

ভারতে সৌরসখী প্রশিক্ষণ সম্পন্ন করলেন ২৩ জন নারী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ভারতের রাজস্থানের ইপিএম বিন্দি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এএনএমএ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এআইডিএ) এর একটি নারী উন্নয়নমূলক উদ্যোগ "সৌর সখী"। এরই দ্বিতীয় ব্যাচের সমাপ্তিমূলক অনুষ্ঠান গত ৩১ মে অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় ব্যাচে ২৩ জন মহিলা সৌর প্রশিক্ষণের উপর তিন মাসের কোর্স সম্পন্ন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল নাগাল্যান্ড উইমেন্স এসোসিয়েশনের সভাপতি, কে. এটলি সীমা। তিনি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সৌর সখীদের গ্রামীণ মহিলাদের জন্য অনুপ্রেরণা হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান যুগে দক্ষ এবং পরিশ্রমীরাই টিকে থাকতে পারবে।

বিশেষ অতিথি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল পরীক্ষার্থীর হাতে ডেমো কিট তুলে দেন।

এআইডিএ এর নির্বাহী পরিচালক, রেভ. রয় জর্জ বলেন, প্রশিক্ষণটি সৌর সখীদের অন্যান্যদের থেকে এক ধাপ এগিয়ে রেখেছে কারণ ভবিষ্যতে এই প্রশিক্ষণটি তাদের অনেক কাজে লাগবে।

বিশ্ব এখন সৌরশক্তিকে কাজে লাগানোর দিকে মনোযোগী হচ্ছে। এ অবস্থায় এমন প্রশিক্ষণ সৌর সখীদের স্বয়ংসম্পূর্ণ হতে এবং তাদের দক্ষতা ব্যবহার করে জীবিকা অর্জন করতে সাহায্য করবে।

তিনি গ্রামীণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে তাদের এআইডিএ এর বিভিন্ন কর্মসূচি সম্পর্কে কথা বলেন এবং তাদের কাজে সহযোগিতা করার জন্য ইপিএম বিন্দি ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইপিএম বিন্দি ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়কারী, তারানদীপ সিং বিন্দি ইন্টারন্যাশনালের উদ্দেশ্য নিয়ে কথা বলেন। এটি সম্পূর্ণভাবে একটি নারীকেন্দ্রিক সংস্থা, যা সারাদেশ এবং বিশ্বের ১৯ টি রাজ্যে কাজ করছে।

আই.কে.জে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন