বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ি: নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা নেহা ধুপিয়া মডেল ও অভিনেত্রী। নেহা ২০১৮ সালে হঠাৎ করেই অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তড়িঘড়ি বিয়ের কারণ, নেহা ছিলেন অন্তঃসত্ত্বা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেহা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর বাড়িতে জানাজানির পর নেহার বাবা-মা বিয়ে করার জন্য তাকে মাত্র ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যখন আমার বাবা-মাকে আমার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালাম তখন মা শুনে বললেন, ভালো খবর। তারপর বললেন, তোমাকে আমরা ৭২ ঘণ্টা সময় দিচ্ছি বিয়ে করে নিতে হবে। তাই আমার কাছে ঠিক আড়াইদিন সময় ছিল। ওই সময়ের মধ্যে আমায় মুম্বাই ফিরে বিয়ে করতে হত।’

নেহা আরও জানান, কীভাবে ওই সময়ের মধ্যে আমার পরিবারের সকলে মুম্বাই ফিরে তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি শুরু করেন। কীভাবে ওই সময়ের মধ্যে বিয়ের লেহেঙ্গা, গজরাসহ নানান রীতিনীতির জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। তবে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হতে হয় নেহাকে। 

আরো পড়ুন: কত স্মৃতি মিশে আছে ফারুক ভাইয়ের সঙ্গে : ববিতা
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘লোকজন খুব খারাপভাবে ট্রল করা শুরু করেছিলেন। অথচ আমার পছন্দ যখন কারও কোনো সমস্যা তৈরি করছে না, তাহলে অসুবিধা কোথায়! আপনি যেটাতে ভালো থাকেন, সেটা করতেই পারেন, যদি সেটা কারোর ক্ষতি না করে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে মুম্বাইয়ের গুরুদুয়ারাতে বিয়ে করেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ওই বছরই নভেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন নেহা। নাম রাখেন মেহর ধুপিয়া দেবী। পরে নেহা-অঙ্গদের একটি পুত্রসন্তানও হয়েছে, নাম গুরিক সিং ধুপিয়া বেদী।

এসি/ আইকেজে 

 

বলিউড নেহা ধুপিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন