শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা

বিকাশের ‘ক্যাশ পিকআপ’ সেবা ব্যবহার করবে রেনেটা লিমিটেড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশজুড়ে থাকা ১৯টি ডিস্ট্রিবিউশন সেন্টারে বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) সল্যুশন ‘ক্যাশ পিকআপ’ সেবা ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড। এর ফলে প্রতিষ্ঠানটির সরবরাহ চেইনে ডিপো ও মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনায় সময় এবং অর্থ সাশ্রয় হবে, যা ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে।

এই ধরনের বি২বি সল্যুশন, উৎপাদক থেকে শুরু করে বিক্রেতার লেনদেনকে করবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। বর্তমানে ক্রেতারা দেশের অধিকাংশ ফার্মেসি থেকেই ওষুধ ক্রয় করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন। অন্যদিকে, ওষুধ বিক্রেতারাও তাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে রেনেটা থেকে ক্রয় করা পণ্যের মূল্য সরাসরি পরিশোধ করতে পারবেন। এভাবেই সেবাটি ওষুধসহ অন্যান্য শিল্পখাতের সরবরাহ চেইনের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াবে এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং রেনেটা লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং রেনেটা লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাফা আলিম আওলাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, রেনেটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস কাইসার কবির, বিকাশের ইভিপি ও হেড অব গভর্নমেন্ট পার্টনারশিপ ও বিজনেস সেলস মাশরুর চৌধুরীসহ দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া, এই চুক্তির আওতায় রেনেটা-এর কারখানা এবং বিতরণ ডিপোর কর্মীদের বেতন-ভাতাও বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’-এর মাধ্যমে সরাসরি তাদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়ায় কর্মীরা তাই খুব সহজেই বিকাশের বিভিন্ন সেবা নিতে পারবেন যার মাঝে অন্যতম সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বাস-লঞ্চ-ট্রেন-বিমানের টিকিট কেনা, সেভিংস ইত্যাদি।

ওষুধ শিল্পখাত বিবেচনায় রেনেটা-ই প্রথম প্রতিষ্ঠান যারা বিকাশের বি২বি ‘ক্যাশ পিকআপ’ সেবা গ্রহণ করেছে। 

উল্লেখ্য, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্যসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই বি২বি সল্যুশন ব্যবহার করছে।

সংবাদ বিজ্ঞপ্তি।

বিকাশ রেনেটা লিমিটেড চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন