রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

বাবর-ইফতিখারের জোড়া সেঞ্চুরি, ৩৪৩ টার্গেট পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

৩৪৩ টার্গেট পাকিস্তানের। ছবি : দ্য ন্যাশনাল

শুরুতে ২৫ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এতে বেশ চাপে পড়ে গিয়েছিল দলটি। সেই জায়গা থেকে তারা গড়লো ৬ উইকেটে ৩৪২ রানের বিশাল পাহাড়। এমন বড় সংগ্রহ গড়া সম্ভব হয়েছে বাবর আজম আর ইফতিখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে। 

এতে নেপালকে জিততে ৩৪৩ রানের কঠিন লক্ষ্য পাড়ি দিতে হবে।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ফাখর জামান (১৪)। পরের ওভারে ইমাম উল হক হন রানআউটের শিকার (৫)। ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সেখান থেকে বাবর আর রিজওয়ানের প্রতিরোধ। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৮৬ রান। অবশেষে এই জুটিটি ভাঙে রিজওয়ান রান আউটের ফাঁদে পড়লে। ৫০ বলে ৬ বাউন্ডারিতে ৪৪ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপর আঘা সালমানও বেশিক্ষণ টিকতে পারেননি। সন্দ্বীপ লামিচানেকে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সালমান (৫)। তবে দলকে এগিয়ে নেওয়ার কাজটি দারুণভাবে করেছেন বাবর। ৭২ বলে ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূরণ করেন পাকিস্তান অধিনায়ক। এরপর আস্তে আস্তে হাত খোলা শুরু করেন।

১২৪ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। সেখান থেকে পঞ্চম উইকেটে নেপালের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান বাবর আজম আর ইফতিখার আহমেদ। ১৩১ বলে ২১৪ রানের বড় জুটি গড়ে দেন তারা। বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ বলে সেঞ্চুরি পূরণ করেন ফিফতিখার ইফতিখারের।

এসকে/

পাকিস্তান অধিনায়ক নেপাল বাবর আজম রিজওয়ান টার্গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন