বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের জার্মানিতে মার্কিন বোমা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

জার্মানির ডুসেলডর্ফ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫০০ কেজি ওজনের একটি মার্কিন বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হলেও এখনো বিস্ফোরিত হয়নি। তবে এত দিন পর বোমাটি উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বোমাটি উদ্ধার করেছেন। বোমাটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তবে এর আগে প্রায় ১৩ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

ডুসেলডর্ফের প্রশাসন জানিয়েছে, কোনো কারণে বোমাটি বিস্ফোরিত হলে মানুষজনের যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পাশাপাশি একাধিক রাস্তাও বন্ধ করে দিয়েছে পুলিশ।

বন্ধ করা হয়েছে কয়েকটি ট্রামের রাস্তা। সব রাস্তায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। দূরপাল্লার কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরিত হলে ভয়াবহ কাণ্ড হবে। তাই সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগেও জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধার হয়। সেখান থেকে তখন স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এম.এস.এইচ/ আইকেজে 

জার্মানি মার্কিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250