শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

পিএসজির কোচ কি তাহলে মরিনিওই হচ্ছেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পিএসজির চ্যাম্পিয়নস লিগ বা ফ্রেঞ্চ কাপ জিততে না পারার দায় শুধু খেলোয়াড়দেরই নয়, কোচেরও-এমনটাই মনে করে পিএসজি কর্তৃপক্ষ। যে কারণে মৌসুম শেষে ক্রিস্তফ গালতিয়েরের পার্ক দে প্রিন্সেসে না থাকার সম্ভাবনা খুবই বেশি। পিএসজি এখন গালতিয়েরের জায়গায় নতুন কোচ খুঁজছে। এ ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের পছন্দ জোসে মরিনিও।

আরএমসি স্পোর্টস জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কয়েকজন কোচের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে পিএসজি। এর মধ্যে মরিনিওর এজেন্টের সঙ্গে কথা বলেছেন কাম্পোস। বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্বে থাকা মরিনিও নাকি পিএসজির বিষয়ে আগ্রহী। 

কাম্পোস-মরিনিও দুজনই পর্তুগিজ। একে অপরকে চেনা-জানা কলেজজীবন থেকেই। ক্রীড়া প্রশাসনে আসার আগে কাম্পোসও কোচিং করাতেন। গত বছর ‘পারফরম্যান্স, নিয়োগ ও সাংগঠনিক দিকে’র দায়িত্ব নিয়ে পিএসজির ক্রীড়া উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। 

কাম্পোস মনে করছেন, পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মরিনিও পিএসজিকে সাফল্য এনে দিতে পারবেন। আগামী মৌসুমে পিএসজির দায়িত্ব নেওয়ার জন্য ৬০ বছর বয়সী পর্তুগিজ কোচই তাঁর সেরা পছন্দ। তবে মরিনিওর সঙ্গে এখনো সরাসরি কথা বলেননি কাম্পোস। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচের এজেন্ট জোসে মেন্ডেসের সঙ্গেই মূলত আলাপ চালিয়ে যাচ্ছেন।

মরিনিওর সঙ্গে রোমার চুক্তির মেয়াদ আছে ২০২৪ পর্যন্ত। পিএসজি গত বছর গালতিয়েরকে নিয়োগও দিয়েছিল ওই সময় পর্যন্ত। তবে কাম্পোসসহ পিএসজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমান কোচকে আর রেখে দেওয়ার পক্ষপাতি নয়। যে কারণে বিবেচনায় মরিনিওর নাম। যদিও সংবাদমাধ্যমকে এ নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি কাম্পোস, গালতিয়ের বা মরিনিও।

আরো পড়ুন: হলান্ডকে হাতছানি দিচ্ছে ৬৭ কোটি টাকা বোনাস

আরএমসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে কাতারের দোহায়। উনাই এমিরি বা টমাস টুখেলের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল। 

গত কয়েক সপ্তাহে নতুন কোচ বিষয়ে যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, তাঁর মধ্যে আছেন সিরি আর ক্লাব বোলোনিয়ার কোচ থিয়াগো মোত্তা এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ইউলিয়ান নাগলসমান। তবে এখনো কারও নাম চূড়ান্ত হয়নি। কাতারের আমির নাকি ফরাসি কিংবদন্তি ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের ব্যাপারে আগ্রহী। কিন্তু এ ব্যাপারে বিশেষ কোনো অগ্রগতি হয়নি।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন