বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সফরে মার্কিন ডেপুটি সেক্রেটারি মিরা রেজনিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

মিরা রেজনিক। ফাইল ছবি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপে ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দিতে ঢাকায় এসেছেন মা‌র্কিন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাসের এক টুইট বার্তা থেকে এ তথ্য জানা গেছে। 

টুই‌ট বার্তায় মা‌র্কিন দূতাবাস জানা‌য়, “যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে।”

এদিকে এই সংলাপে ঢাকার পক্ষে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। 

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

মিরা রেজনিক যুক্তরাষ্ট-বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250