ছবি: সংগৃহীত
এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটির পাইরেসির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই জঘন্য কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি।
তবে এরমধ্যে আইনি পদক্ষেপে চলে গেছে সুড়ঙ্গ টিম।
সুড়ঙ্গ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সুড়ঙ্গ সিনেমার পুরো টিম বৃহস্পতিবার (২৭ জুলাই) দেখা করেন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশীদের সাথে। সিনেমার নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা নির্মাতা রায়হান রাফি ও প্রযোজক শাহরিয়ার শাকিল ছিলেন টিমে।
হারুন বলেন, ‘গুটি কয়েক প্রতারক চক্র সিনেমাটিকে পাইরেসি করে অনলাইনে-ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়।’
(ডিবি) প্রধান হারুন অর রশীদ আরো বলেন, যারা বিভিন্ন জায়গায় এটা আপলোড কারছে, তাদের কাছে অনুরোধ থাকবে এটা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ। যারা এই অন্যাই করছেন তাদের কাভে বিনীত অনুরোধ থাকবে দ্রুত ভিডিও নামিয়ে ফেলুন। না হয় ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা দিতে বাধ্য হবো।’
এদিকে, বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাসে রাফি লেখেন, একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে।
শুরুতেই ছেড়ে দেয়া হলো গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো। তারপর নিজেদের লোক দিয়ে ফেসবুক, ইউটিউবে সেটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা হলো। এরপর এখন তো পুরো সিনেমাই।
ওআ/
খবরটি শেয়ার করুন