বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

জায়েদ খানের ‘ভক্ত’ পূজা চেরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে লেখেন জায়েদ খানের কোনো ভক্ত নেই। বরাবর এই নায়ককে নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও অনেক সময় আবার দেখা যায় জায়েদ খান বলেন নারীরা তার বিশাল ভক্ত। তবে এবার কোনো সাধারণ নারী নয়, সয়ং অভিনেত্রী পূজা চেরীই জায়েদ খানের ভক্ত বলে জানা গেছে। তবে সেটি সিনেমা পর্দায়।

বাস্তবে পূজা জায়েদ খানের ভক্ত কিনা সে সম্পর্কে জানা না গেলেও সিনেমার পর্দায় এবার তাই দেখা যাবে। 'লিপস্টিক' সিনেমায় এই নায়কের ভক্ত হিসেবে দেখা যাবে ঢালিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী পূজা চেরীকে৷

রবিবার(১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে 'লিপস্টিক' শিরোনামের এই সিনেমার শুটিং। সিনেমার গল্পে দেখা যাবে শুটিং করতে গ্রামে গিয়েছেন জায়েদ খান। সেখানে ভক্ত হিসেবে ধরা দিবেন নায়িকা পূজা চেরী। এই সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন পূজাটির সঙ্গে। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, 'রবিবার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।'

আরো পড়ুন: এবার কন্ঠ শিল্পী হিসেবে পুরস্কার পেলেন নায়িকা সুবহা

পূজা চেরী ভীষণ ট্যালেন্টেড শিল্পী এবং তার খুব পছন্দের অভিনেত্রী। এই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ভক্ত চরিত্রে পেয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান বলেও জানান।

'লিপস্টিক' শিরোনামের এই সিনেমায় আরো অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।

এসি/ আই.কে.জে/




জায়েদ খান পূজা চেরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন