বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে

কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লবণ খায়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লবণ এমন একটি উপাদান যা ছাড়া সবই বিস্বাদ। কিন্তু বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। এখন কথা হলো অনেক দেশ তো সিদ্ধ খাবার খায়। আর বিশ্বের সবচেয়ে বেশি লবণ খায় কারা? ‘নেচার পোর্টফোলিয়ো’ নামে একটি জার্নালে এ সংক্রান্ত একটি স্টাডি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, খুব বেশি হলেও এক ব্যক্তির সারাদিনে লবণ খাওয়া উচিত ৫ গ্রাম বা তার কম। কিন্তু একজন ভারতীয় সারাদিনে গড়ে কত গ্রাম লবণ খায় জানেন? ৮ গ্রাম! পরিমাণের দিক থেকে হয়তো খুবই কম, কিন্তু লবণের পরিমাণের দিক থেকে যথেষ্ট বেশি। 

‘নেচার পোর্টফোলিয়ো’ নামে একটি জার্নালে সমীক্ষা করা হয়েছে, কিছু স্যাম্পেলের উপর ভিত্তি করে। সমীক্ষাটি করা হয়েছে 'ন্যাশনাল এনসিডি (নন-কমিউনিকেবল ডিজিজেস) মনিটরিং সার্ভে'র গবেষণার অংশ হিসেবে। 'গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজড ফর্মুলা' ব্যবহার করেই কাজটি করা হয়েছে।

আরও পড়ুন : লবণ দিয়ে খুব সহজে টয়লেট পরিষ্কার করুন

৩০০০ জন প্রাপ্তবয়স্কের মূত্র-নমুনা বিশ্লেষণ করা হয়েছে এই সমীক্ষায়। সেখানে তারা কতটা লবণ ইনটেক করছেন, সেই হিসবেও নেওয়া হয়েছে। এদের নির্বাচন করা হয়েছে সমাজের সব ধরনের সোশিওডেমোগ্রাফিক প্রোফাইল থেকে। আর এই পরীক্ষার যে ফলাফল বেরিয়ে এসেছে, তা থেকে জানা গিয়েছে, পুরুষেরা মহিলাদের থেকে বেশি লবণ বেশি খাচ্ছেন। ছেলেরা প্রতিদিন খাচ্ছেন ৮.৯ গ্রাম লবণ, যেখানে মেয়েরা খাচ্ছেন ৭.৯ গ্রাম লবণ।

যারা প্রতিদিন বেশি-বেশি লবণ খাচ্ছেন, তাদের চিহ্নিত করে দেখা হয়েছে, এদের মধ্যে ক্যাটেগরিক্যালি কাদের মধ্যে এই বেশি লবণ খাওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। দেখা গিয়েছে, প্রতিদিন (৮.৬ গ্রাম), তামাক-আসক্ত (৮.৩ গ্রাম), মোটা (৯.২ গ্রাম), রক্তচাপের সমস্যায় ভুগছেন (৮.৫ গ্রাম)-- এমন মানুষরাই খাবারের পাতে বেশি লবণ খান। 

এটা দেখা গিয়েছে যে, ঠিক এদের বিপরীতে রয়েছেন যারা বেকার, যারা তামাক-আসক্ত নন, যারা মোটা নন এবং যাদের রক্তচাপ স্বাভাবিক তাঁর প্রতিদিন খাবারের সঙ্গে লবণও অনেক কম পরিমাণ খান!

কী হয় বেশি লবণ খেলে?

খাবারে বেশি লবণ খেলে হাইপারটেনশন হতে পারে। হাইপারটেনশন মানে, উচ্চ রক্তচাপে ভোগা। দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে।

সূত্র: জিনিউজ

এস/ আই.কে.জে/

দেশ লবণ নেচার পোর্টফোলিয়ো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন