বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এআই টুলের জন্য তথ্য ব্যবহার করে না গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিয়ে গুগলও বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট উন্মুক্ত করেছে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন তৈরির জন্য এআই টুল চালুর পাশাপাশি সংবাদ, নিবন্ধ লেখার জন্য এআই টুল তৈরির ঘোষণাও দিয়েছে। 

এসব এআই টুল তৈরি বা মান উন্নয়নের জন্য ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে গুগল এমন অভিযোগ করেছেন অনেকেই।

গুগলের তথ্যমতে, ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের তথ্য অনুমতি ছাড়া ওয়ার্কস্পেসের বাইরে জেনারেটিভ এআই এবং ভাষা মডেলকে প্রশিক্ষণ দিতে বা উন্নত করতে ব্যবহার করা হয় না। সম্মতি না দেওয়া পর্যন্ত ব্যবহারকারীর তথ্য ব্যক্তিগত ও সুরক্ষিত থাকে। এমনকি বিজ্ঞাপনের জন্যও ওয়ার্কস্পেসের তথ্য সংগ্রহ বা ব্যবহার করে না গুগল।

গুগল জানিয়েছে, এআই টুলের জন্য গোপনে ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করা হয় না। এআই টুল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা ও গোপনীয়তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আর.এইচ

গুগল এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250