শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

ইন্ডিয়ার অফিসিয়াল নাম হচ্ছে ‘ভারত’! সমর্থন করে তোপের মুখে অমিতাভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এই মুহূর্তে ভারতজুড়ে চলছে নাম বদলের জল্পনা। ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের অফিসিয়াল নাম হয়ে যাচ্ছে ‘ভারত’। দেশের নামবদলের জল্পনা নতুন মাত্রা পেয়েছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের একটি পোস্ট থেকে। কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।

শোনা যাচ্ছে, সংসদের পাঁচদিন ব্যাপী বিশেষ অধিবেশনে দেশের নাম পাল্টে শুধু ‘ভারত’ করার বিল আনতে চলেছে কেন্দ্র। 

আপাতত দেশের নামবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভারতের নাগরিকদের। কেউ নামবদলের পক্ষে, কেউ একদম বিপক্ষে। আর এই জল্পনার আগুনেই যেন ঘি দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

হিন্দিতে একটি টুইট করে অমিতাভ লিখলেন, ‘ভারত মাতা কি জয়’। আর তারপর থেকে তোপের মুখে বিগ বি নিজেও। বিশেষত যারা কোনওভাবেই চান না ইন্ডিয়ার নাম বদলে যাক।

সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেছেন, এবার অমিতাভ বচ্চনকে বাতিল করার সময় এসেছে। আশা করছি জয়া আন্টি খুব জলদি তাকে বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলবেন।’

আরেকজন লিখেছেন, ‘দিন দিন অমিতাভ বচ্চনও বিজেপির দালাল হয়ে উঠছেন। অসহ্য। পা চাটা বলিউড অভিনেতাদের আর নেওয়া যাচ্ছে না।’

এদিকে ‘ভারত’ নাম হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরো পড়ুন: শাহরুখের ‘জাওয়ান’ সিনেমার বিরুদ্ধে থানায় অভিযোগ

মঙ্গলবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বললেন, ‘আজ আমি শুনলাম, ইন্ডিয়া নামও পাল্টে দিচ্ছে। মাননীয়া রাষ্ট্রপতির নামে জি-২০ সম্মেলনের যে কার্ড তৈরি হয়েছে, তাতে ‘ভারত’ লেখা রয়েছে। ভারত তো আমরা বলিই! এতে নতুনত্ব কী আছে।

কিন্তু ইংরেজিতে ইন্ডিয়া বলি, ইন্ডিয়ান কনস্টিটিউশন। গোটা বিশ্ব দেশকে ইন্ডিয়া নামে চেনে। হঠাৎ কী এমন হল যে দেশের নামও পাল্টে দিতে হবে! এমনিতেই আজকাল বিখ্যাত সব সৌধের নাম পালটে দিচ্ছে। পারলে ইতিহাসও পালটে দেয় আর কী!’

অমিতাভ সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি, তিনি মুম্বাইতে তার বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আতিথ্য করেছেন। স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই, মেয়ে শ্বেতা বচ্চন এবং তার নাতি-নাতনিসহ তার পুরো পরিবারও উপস্থিত ছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে



অমিতাভ ইন্ডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250