মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে

আধা ঘণ্টায় ১২ কেজির শিঙাড়া খেতে পারলে লাখ টাকা পুরস্কার! (ভিডিও)

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিঙাড়া খেতে কার না পছন্দ! সকালে কিংবা সন্ধ্যার নাশতায় গরম গরম শিঙাড়ার জুড়ি মেলা ভার। এক বসায় চার-পাঁচটি শিঙাড়া খাওয়া অনেকের কাছে কোনো ব্যাপারই না। কেউ কেউ হয়তো ১০-১২টিও খেতে পারেন। কিন্তু আধা ঘণ্টার মধ্যে ১২ কেজি ওজনের বিশাল একটি শিঙাড়া খাওয়ার চ্যালেঞ্জ নিতে পারবেন কয়জনে?

চ্যালেঞ্জে জিততে পারলে দৈত্যাকার সেই শিঙাড়ার কোনো দাম দিতে হবে না। উপরন্তু, পুরস্কার হিসেবে মিলবে প্রায় এক লাখ টাকা।

সম্প্রতি এই চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের এক মিষ্টির দোকানের মালিক। নাম শুভম কৌশল। উত্তর প্রদেশের মিরাটে তিন পুরুষের মিষ্টির ব্যবসা তাদের। দোকানের নাম কৌশল সুইটস।

ব্যবসার প্রসারে কয়েক মাস আগে নতুন এক আইডিয়া মাথায় আসে শুভমের। স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বড় আকারের শিঙাড়া তৈরি করতে শুরু করেন লালকুর্তি এলাকার এ ব্যবসায়ী।

শুভম জানান, চারজন রাঁধুনী টানা ছয় ঘণ্টা ধরে প্রস্তুত করেন ১২ কেজি ওজনের শিঙাড়া। ভেতরে আলু, মটর, মশলা, পনিরের মতো সাধারণ উপকরণগুলোই দেওয়া হয় সাত কেজি। শিঙাড়াটি ভাজতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। খরচ হয় অন্তত দেড় হাজার রুপি।

দৈত্যাকার এই আইটেমের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী’ শিঙাড়া। কেউ এটি ৩০ মিনিটের মধ্যে পুরোটা সাবাড় করতে পারলে তাকে ৭১ হাজার রুপি (৯৩ হাজার টাকা প্রায়) পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন শুভম কৌশল।

১২ কেজির পাশাপাশি আট কেজি ওজনের শিঙাড়ার জন্যেও রয়েছে পুরস্কার। সেটি আধা ঘণ্টায় খেতে পারলে দেওয়া হবে ৫১ হাজার রুপি।

আরো পড়ুন: ‘লবণদানার চেয়ে ছোট্ট’ ব্যাগ বিক্রি হলো ৬৮ লাখ টাকায়!

কৌশল সুইটসের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। তবে এখন পর্যন্ত কেউই ১২ কেজির শিঙাড়া একা খেতে পারেননি। জানা গেছে, পুরস্কারের সবচেয়ে কাছাকাছি যিনি গিয়েছিলেন, তিনি ২৫ মিনিটে নয় কেজি শিঙাড়া খেতে পেরেছিলেন।



এম এইচ ডি/ আইকেজে 

শিঙাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন