শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

আজীবন সম্মাননা পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ সুজেয় শ্যাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ এ লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’।

এবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরশিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম ‘সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

এ বছর এর ১৮তম আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক। ১৮তম এ অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে ১৮ অক্টোবর বনানীর শেরাটন হোটেলে। এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’ সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ১০ অক্টোবর দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার এন্ড কেয়ার সাবিত শফিউল্লাহ, ইন্টার স্পিড-এর ব্যবস্থাপনা পরিচালক আদনান করিম, সাউথ বাংলা এগ্রো এন্ড কর্মাস ব্যাংকের পক্ষে মো. শফিউল আজম এবং এবারের অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু।

আরো পড়ুন: ফের অরিজিৎ সিং গাইবেন বাংলাদেশী সিনেমায়

এ আয়োজনকে ঘিরে নানামুখি পরিকল্পার ব্যাখ্যা দেন ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের এ ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র সাথে যুক্ত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। সংগীতকে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া খুব কঠিন। আর চ্যানেল আইয়ের সকালটিও শুরু হয় এই সংগীতকে ঘিরে।

যেখানে ১ ঘণ্টা শিল্পীদের বিভিন্ন গান আমরা প্রচার করে থাকি। চ্যানেল আই বরাবরই সংগীত নিয়ে কাজ করে আসছে, সামনেও এর সাথে যুক্ত থাকবে।’ তিনি আরও বলেন, শিল্পী ফরিদা পারভীনের আর্থিক সংযোজনের ব্যাপারে প্রস্তাবটিও আমরা বিবেচনা করবো।’

এসি/ আই.কে.জে



আজীবন সম্মাননা সুজেয় শ্যাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250