শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

‘বেস্ট ফার্স্ট টাইম ডিরেক্টর’ পুরস্কারে উচ্ছ্বসিত চিত্রনায়িকা শিবা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

ইতোমধ্যেই ‘বেস্ট ফার্স্ট টাইম ডিরেক্ট’ পুরস্কারে ভূষিত চিত্রনায়িকা শিবা আলী খান। চিত্রনায়িকা, লেখিকা এবং পরিচালক তিন মাধ্যমেই সাবলীল পদচারণা তার। 

এদিকে, বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ নিয়ে বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্যা স্টোরি অফ সামারা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পদার্পণ করা গ্ল্যামারাস এ চিত্রনায়িকা। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি গড়ে কাজ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায়, যদিও সিনেমাটি এখন অবধি মুক্তি পায়নি৷ শিবা আলী খান মূলত মিডিয়ায় কাজ শুরু করেছিলেন রানওয়ে মডেল হিসেবে। ২০১২ সালে তিনি ‘রাজকুমার’ শিরোনামের একটি নাটকে প্রথমবার অভিনয় করেন। 

জানা যায় যে, ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিল্ম অ্যাওয়ার্ডস’ নামক একটি অনলাইন চলচ্চিত্র উৎসবের জন্য তার নির্মিত ‘হাঙ্গার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি জমা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ওই উৎসবে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে বিজয়ী ঘোষণা করা হয়। ‘হাঙ্গার’ শর্টফিল্মের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন শিবা আলী খান। উল্লেখ্য, চলতি মাসের গত ৮ জুলাই উৎসবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

‘হাঙ্গার’ ছাড়াও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন শিবা আলী খান। ‘হাঙ্গার’ এবং ‘নিতু’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি ‘Match Cut Films’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলিল’ এবং ‘ফ্রিডম’। তবে ‘জলিল’ এবং ‘ফ্রিডম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দু’টির ট্রেলার এরই মধ্যে ওই একই ইউটিউব চ্যানেলে (Match Cut Films) প্রকাশ করা হয়েছে। 

অপরপক্ষে, শিবা আলী খান শুধুমাত্র চিত্রনায়িকা, পরিচালক-ই নন; তিনি পুরোদস্তুর একজন লেখিকাও বটে। এ বছরই অমর একুশে গ্রন্থমেলায় অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’। নিজের লেখা সাতটি ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পের সমন্বয়ে বইটিকে সাজিয়েছেন শিবা আলী খান। বইটিও বইমেলাতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সবমিলিয়ে, ‘এলাম, দেখলাম, জয় করলাম’ কথাটি জুলিয়াস সিজার বলেছিলেন; কিন্তু শিবা আলী খান কায়মনোবাক্যে হলফ করে বলতেই পারেন ‘এলাম, দেখলাম আর অল্প সময়ের মধ্যে অনেক কিছুই করে ফেললাম'। 

ওআ/

পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250