বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’ *** নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু *** ইরানে ‘রেজিম চেঞ্জে’র পরিস্থিতি তৈরিতে সুপরিকল্পিত হামলা চালাতে পারেন ট্রাম্প *** শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির *** ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের *** ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান *** শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার *** বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল

আইপিএলে বেঙ্গালুরুর শেয়ার কিনতে পারেন আনুশকা–রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) মুম্বাই সিটি এফসির মালিকানার সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার ফুটবলের পর ক্রিকেটেও বিনিয়োগের পথে হাঁটতে পারেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)–এর শেয়ার কেনার আগ্রহ দেখাচ্ছেন রণবীর। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিতে বিনিয়োগের কথা ভাবছেন অভিনেত্রী আনুশকা শর্মাও।

২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেঙ্গালুরুর মালিকানায় ছিল ইউনাইটেড স্পিরিটসের চেয়ারম্যান বিজয় মালিয়া। পরে ২০১৫ সালে যুক্তরাজ্যভিত্তিক অ্যালকোহল কোম্পানি ডিয়াজিও ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নেয়। ডিয়াজিওর অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু। তবে শিরোপা জয়ের পরপরই প্রতিষ্ঠানটি দলটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সিএনবিসি টিভি১৮-এর তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর পুরো মালিকানা কিনতে ব্যয় হতে পারে প্রায় ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৩৫৯ কোটি টাকা। গুঞ্জন রয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালা, যদিও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর মধ্যেই নতুন আলোচনায় এসেছে আনুশকা শর্মা ও রণবীর কাপুরের নাম। আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। স্বামীকে সমর্থন জানাতে নিয়মিত মাঠে উপস্থিত থেকেছেন আনুশকা। ফলে দলের সঙ্গে তার আবেগী সম্পর্ক তৈরি হওয়াটা স্বাভাবিক। সেই জায়গা থেকেই বেঙ্গালুরুর মালিকানায় অংশীদার হতে আগ্রহী তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, আনুশকা বেঙ্গালুরুর ৩ শতাংশ শেয়ার কিনতে চান, যার জন্য তাকে প্রায় ৪০০ কোটি রুপি বিনিয়োগ করতে হতে পারে।

অভিনয়ের পাশাপাশি আনুশকা কোহলির ব্যবসায়িক দিকও দেখভাল করেন। তার মালিকানায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মস, পোশাক ব্র্যান্ড নুশ, পাশাপাশি ভেজিটেরিয়ান ফুড কোম্পানি হোলসাম ফুডস–এর সঙ্গেও তিনি যুক্ত।

অন্যদিকে রণবীর কাপুর এরই মধ্যে ক্রীড়া বিনিয়োগে অভিজ্ঞ। ২০১৯ সালে ‘সিটি ফুটবল গ্রুপ’ মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনলেও পাঁচ বছরের মধ্যে তারা সরে যায়। চলতি বছর ক্লাবটির মালিকানা আবার ফিরে যায় রণবীর কাপুর ও বিমল পারেখের হাতে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বিনিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে রণবীর বেঙ্গালুরুর ২ শতাংশ শেয়ার কিনতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এজন্য তার ব্যয় হতে পারে ৩০০ থেকে ৩৫০ কোটি রুপি।

যদিও ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে জোর আলোচনা চলছে, এখনো আনুশকা শর্মা বা রণবীর কাপুর—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের আগামী মৌসুমের নিলাম। সূচি অনুযায়ী ২৬শে মার্চ শুরু হবে ৮৪ ম্যাচের টুর্নামেন্ট, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১শে মে।

জে.এস/

আনুশকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250