মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ

৮ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের রুহান

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাত্র আট মাসে পুরো পবিত্র কোরআন হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে নয় বছর বয়সী শিশু আজমল হাসান রুহান। তার এই কৃতিত্বে তার শিক্ষক-সহপাঠীসহ এলাকাবাসী বেজায় খুশি।

রুহান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুর রশিদের ছেলে।

রুহান পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজুল কুরআন বিভাগে হিফজ সম্পন্ন করেছে।

গত ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে তার হিফজ শেষ হয়। তার সমাপনী পড়া শোনেন মাদরাসাটির প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম ও হাফেজ ওবায়দুল্লাহ। এ সময় হিফজ বিভাগের অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, কোরআন হিফজ করতে সাধারণত তিন বছর সময় লাগে। সেখানে আল্লাহর অশেষ অনুগ্রহে রুহান মাত্র আট মাস সময়ে হিফজ শেষ করেছে। এ মেধাবী শিক্ষার্থীরা এমনিতেই অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়। রুহানও এর ব্যতিক্রম হয়নি। আমরা তার জন্য দোয়া করছি। তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সেই সঙ্গে দেশবাসীর কাছেও দোয়া চাই, যেন তাকে আল্লাহ ইসলাম, দেশ, জাতি ও মানবতার খাদেম হিসেবে কবুল করেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছিল একই মাদরাসার সাড়ে ৯ বছর বয়সী জান্নাতুল নাঈম ফাহাদ নামের এক শিশু।

ওআ/


কোরআন হাফেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250