মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

৫৪ বছর পর ফিরল বই!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি গ্রন্থাগার থেকে ১৯৬৯ সালে বই ধার নিয়েছিলেন এক নারী। কথা ছিল নির্দিষ্ট সময়ের পর ফেরত দেওয়ার। মাস গড়িয়ে বছর হলেও বইটি আর ফিরিয়ে দেওয়া হয়নি। তবে, ৫৪ বছর পর গ্রন্থাগারে ফেরত দিতে হাজির হয়েছেন ওই নারী। 

ইনস্টাগ্রামে এক পোস্টে সেউইকলি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারোল ম্যাকিন্টায়ার নামের এক নারী চলতি ডিসেম্বর মাসে ফেরত দিয়েছেন সেটি। বইটি আমেরিকার সাহিত্যিক চাউন্সি ব্রিউস্টার টিংকারের লেখা। নাম হলো বিওউল্‌ফ। 

আরো পড়ুন: যত দৌড়াবেন, তত বোনাস পাবেন!

এক সময় এই লাইব্রেরিতে বই ফেরতে বিলম্ব হলে জরিমানার নিয়ম ছিল। সে নিয়ম অনুযায়ী, প্রতিদিনের জন্য পাঁচ সেন্ট করে জরিমানা দিতে হতো। হিসাবে ক্যারোলকে গুনতে হতো প্রায় ১ হাজার ডলার। তবে তাঁর ভাগ্য ভালো। বই জমা দিতে বিলম্ব হলেও এখন কোনো জরিমানা নেয় না লাইব্রেরি। 

বিওউল্‌ফ প্রকাশিত হয়েছিল ১৯০২ সালে। ১৯২০ সালে বইটি কেনা হয়েছিল ০.৮ ডলারে। লাইব্রেরিটি জানিয়েছে, এত দিন পরও যদি ক্যারোল বইটি ফেরত না দিতেন, তাহলে গ্রন্থাগার কর্তৃপক্ষ তাঁর কাছে শত বছর আগের ওই ক্রয়মূল্যই জরিমানা হিসেবে দাবি করতে পারত।

ক্যারোল বইটি যখন ধার নিয়েছিলেন, তখন তিনি উচ্চমাধ্যমিকে পড়েন। বিদ্যালয়ে পড়াশোনার জন্যই সেটি নিয়েছিলেন। তবে ফেরত দেওয়ার সময় খুঁজে পাচ্ছিলেন না। সম্প্রতি বইটি খুঁজে পাওয়ার বিষয়ে ক্যারোল বলেন, ‘আমার কয়েকটি বই নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। হঠাৎ বিওউল্‌ফ বইটি পেলাম। 

চলতি বছরে সেউইকলি পাবলিক লাইব্রেরির ১৫০ পূর্তি উদ্‌যাপিত হচ্ছে। গ্রন্থাগারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, লাইব্রেরির ১৫০ বছরের ইতিহাস উদ্‌যাপন চলছে। এমন এক সময়ে এত আগে ধার নেওয়া কোনো বই ফেরত পাওয়াটা চমৎকার একটি বিষয়। দীর্ঘ সময় ধরে চলা গ্রন্থাগারটির গল্পে একটি ঘটনা হিসেবে এটি যুক্ত হবে।

এইচআ/ আই. কে. জে/ 


বই বিওউল্‌ফ পেনসিলভানিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250