শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

হেলমেট পরলেই ফুল ও চকলেট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

হেলমেট পরিহিত থাকায় মোটরসাইকেল চালককে ফুল ও চকলেট দিচ্ছেন পুলিশ সুপার।

'পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন' এমন স্লোগানে হেলমেট পরিহিত মোটরবাইক চালকদের গোলাপ ও রজনীগন্ধা ফুল এবং চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো.কামরুজ্জামান।

বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ব্যস্ততম এলাকা দয়াময়ী মোড়ে চলাচলকারী হেলমেট পরা মোটরসাইকেল চালকদের কাছে ডেকে নিয়ে ফুল ও চকলেট দিয়ে ভিন্নধর্মী সচেতনতামূলক কার্যক্রমের সূচনা করেন তিনি।

ট্রাফিক আইন যথাযথ মানা এবং মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য মোটরসাইকেল চালকদের আরও সচেতন করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জামালপুর জেলা পুলিশ ও জামালপুর ট্রাফিক বিভাগ।

মোটরসাইকেল চালকদের উদ্দেশে পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, “বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব দুর্ঘটনায় মোটরসাইকেল চালকরা সবচেয়ে বেশি মারা যায়। এক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় পরে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটিও নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন, “হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে বড় অপরাধ। তাই বাইক চালকদের সচেতন করতেই পুলিশ মাঠে নেমেছে। এসময় কয়েকজন মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট না থাকায় তাদেরকে জরিমানা না করে সতর্ক করা হয়। এছাড়া চালক ও আরোহীদের হেলমেট পরা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।”

পুলিশের ফুল ও চকলেট উপহার পেয়ে খুশী মোটরসাইকেল চালকরাও।

মোটরসাইকেল চালক রাজু বলেন, ‘যখন পুলিশ থামতে বলে, ভেবেছিলাম না জানি কোন বিষয়ে অপরাধ করেছি। প্রথমে ভয়ে ছিলাম। পরে পুলিশ সুপার নিজ হাতে ফুল ও চকোলেট দিলে আমি অবাক হয়েছি। এটা খুবই ভালো উদ্যোগ।’

এসকে/ 


পুলিশ হেলমেট বাইক চালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250