রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্মার্টফোনের কোন অ্যাপ আপনার তথ্য সংগ্রহ করতে পারে জেনে নিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

প্রতীকি ছবি

স্মার্টফোনে কাজের বিভিন্ন প্রয়োজনে অ্যাপ ব্যবহার করেন অনেকেই। অ্যাপগুলো নামানোর সময় কাজের প্রয়োজনে ব্যবহারকারীদের কাছ থেকে স্মার্টফোনের মাইক্রোফোন, কল লগ, ক্যামেরাসহ বিভিন্ন তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। 

তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোন অ্যাপ ব্যবহারকারীর কোন তথ্য জানতে পারে, তা জানা প্রয়োজন। 

স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেওয়া অ্যাপগুলোর তথ্য জানার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এরপর পারমিশন ম্যানেজারে ট্যাপ করে পরবর্তী পেজে প্রবেশ করলেই ফোনের ক্যালেন্ডার, কল লগস, ক্যামেরা, কন্টাক্টস, ফাইলস অ্যান্ড মিডিয়া, লোকেশন, মাইক্রোফোন ইত্যাদি অপশন ব্যবহারের অনুমতি পাওয়া অ্যাপের সংখ্যা দেখা যাবে।

পারমিশন থেকে অল পারমিশনস অপশন নির্বাচন করলে কোন অ্যাপ তথ্য সংগ্রহ করছে, তাও জানা যাবে।

তথ্য স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন