মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজরের সুস্বাদু কেক তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এখন বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর গাজর। সুস্বাদু এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার। সাধারণ সালাদ তৈরি বা অন্যান্য রান্নায় তো ব্যবহার করা হয়ই, গাজর দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের ডেজার্টও। আবার আপনি চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু গাজরের কেক। এটি তৈরি করা একেবারেই সহজ। চলুন তবে জেনে নেওয়া যাক গাজরের কেক তৈরির রেসিপি-

উপকরণ

ডিম- ৪টি

ময়দা- ১ কাপ

চিনি- ১ কাপ

তেল ও ঘি- ১ কাপ

ঘিয়ে ভাজা গাজর কুচি- ১ কাপ

আরো পড়ুন : শীতের সকালে হাঁসের ঝাল মাংস

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

বেকিং পাউডার- দেড় টেবিল চামচ

ক্রিম- সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন

ডিম ভালোভাবে চিনি দিয়ে বিট করুন। এতে অল্প অল্প ময়দা দিয়ে বিট করুন। তারপর দুধ, বেকিং পাউডার, গাজর কুচি দিয়ে ভালোভাবে বিট করুন। ঘি ও তেল মেশান। একটি সসপ্যানে তেল মেখে এবং কাগজে তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। অন্য একটি পাত্রে বালি বিছিয়ে কেকের পাত্রটি ঢেকে বসিয়ে দিন। ৪৫ মিনিট পর কেকটি ফুলে উঠলে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/

রেসিপি সুস্বাদু গাজর কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250