বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

‘ঢালিউড অ্যাওয়ার্ড’

সুরের মূর্ছনায় নিউইয়র্ক মাতিয়ে গেলেন নগর বাউল জেমস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

নিউইয়র্ক মাতিয়ে গেলেন নগর বাউল জেমস - ছবি: সংগৃহীত

সুরের মূর্ছনায় নিউইয়র্ক মাতিয়ে গেলেন নগর বাউল জেমস। বাংলাদেশি মালিকানাধীন প্রমোটার প্রতিষ্ঠান শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) আয়োজনে স্থানীয় সময় রোববার (৪ জুন) নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল খ্যাত জেমসের লাইভ ইন কনসার্ট।

এদিন সন্ধ্যা ৭টায় শুরু হওয়া কনসার্টে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।

অনুষ্ঠানে সবার শেষের দিকে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান সুরের মুর্ছনায়।

অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’,‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। প্রায় চার বছর পর নিউইয়র্কে ওপেন এয়ার কনসার্টে অংশ নিলেন জেমস। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রথম কনসার্টে প্রায় ১৫ হাজার দর্শককে মাতিয়ে রাখেন জেমস।

সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনও চোখে অশ্রু, আবার উম্মাদনা ছডিয়ে জেমস শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেওয়াই ছিল কঠিন।

আরো পড়ুন: ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

শোটাইম মিউজিকের আলমগীর খান আলম বলেন, ‘জেমসের কনসার্টে এত দর্শক-শ্রোতারা আসবেন সেটা অনুমানের বাইরে ছিল। জেমসের লাইভ গান শোনার জন্য আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা মুখিয়ে থাকেন। তবে এবারের কনসার্ট ছিল আগেরবারের তুলনায় ব্যতিক্রম।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন